ছাত্রছাত্রীদের মেধার বিকাশের জন্য এই বিভাগের রয়েছে দলভিত্তিক আলোচনা, প্রশিক্ষণ, কর্মশালা, কুইজ প্রতিযোগিতা, শিল্পকারখানা পরিদর্শনসহ নানা আয়োজন। করোনার সময় সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ওয়েবিনার, ভার্চ্যুয়াল প্রতিযোগিতাসহ বিভিন্ন আয়োজনে সরব ছিল স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ফার্মাসি বিভাগ। সরকারি নির্দেশনা মেনে আগামী ১ নভেম্বর থেকে ক্যাম্পাসে ক্লাস শুরুর প্রস্তুতি নিচ্ছে বিশ্ববিদ্যালয়টি।
বিভাগীয় প্রধান অধ্যাপক মো. সাইফুল ইসলামের মতে, দক্ষ শিক্ষক, উন্নত গবেষণাগার ও মানসম্পন্ন শিক্ষার পরিবেশই হচ্ছে একজন শিক্ষার্থীর মেধা বিকাশের সর্বোত্তম উপায়। তিনি জানান, ছাত্রছাত্রীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়ার জন্যই ১৩টি ল্যাব চালু আছে। পাশাপাশি নির্দিষ্ট পাঠ্যক্রমের অংশ হিসেবে শিক্ষার্থীদের জন্য ‘ইনপ্ল্যান্ট প্রশিক্ষণ’–এর ব্যবস্থা করা হচ্ছে।