আন্তর্জাতিক মোটর রেসে প্রথম বাংলাদেশি চ্যাম্পিয়ন অভিক আনোয়ার

গত মাসেই ভারতের জাতীয় ট্যুরিং কার চ্যাম্পিয়নশিপ—‘ভক্সওয়াগেন পোলো কাপ’–এ হয়েছিলেন চতুর্থ। এবার প্রথম বাংলাদেশি হিসেবে মোটর রেসের কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেন অভিক আনোয়ার। গতকাল শনিবার সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে অনুষ্ঠিত ন্যাশনাল রেসিং চ্যাম্পিয়নশিপে অভিক এ সাফল্য পান। নিজের প্রতিষ্ঠিত বাংলাদেশ মোটর স্পোর্টস দলের হয়ে তিনি এই শিরোপা অর্জন করেন।

দুবাই অটো ড্রোমে অনুষ্ঠিত এ রেসে ১৭ জন প্রতিযোগী অংশ নেন। তাঁদের মধ্যে যুক্তরাষ্ট্র, কানাডা, বাংলাদেশ, ভারত, ইউএই ও ইউরোপের কয়েকটি দেশের প্রতিযোগীরা ছিলেন।

আজ রোববার বিকেলে মুঠোফোনে অভিক আনোয়ার প্রথম আলোকে বলেন, ‘এই প্রথম বাংলাদেশি রেসিং ড্রাইভার হয়ে চ্যাম্পিয়ন হলাম। এটা আমাকে আরও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবে। এটি ছিল একটি মাল্টিক্লাস রেসিং প্রতিযোগিতা।’
ইউএইর মোটর ক্রীড়ার নিয়ন্ত্রক সংস্থা এমিরেটস মোটর স্পোর্ট অর্গানাইজেশন (ইএসএমও) ন্যাশনাল রেসিং চ্যাম্পিয়নশিপের আয়োজন করে থাকে। অভিক এই প্রতিযোগিতার ‘৮৬ ক্যাটাগরি’–তে চ্যাম্পিয়ন হয়েছেন।

এই প্রতিযোগিতার ছয় রাউন্ড সম্পন্ন হয়েছে। প্রথমটি হয়েছিল গত বছরের ১ নভেম্বর। প্রতিটি পর্বে দুবার করে রেস করতে হয়েছে প্রতিযোগীদের। প্রতি পর্বের রেসে অভিক আনোয়ার প্রথম, দ্বিতীয় বা তৃতীয় হন। গতকালও দুটি রেস হয়েছে। একটি বেলা দুইটায়, অপরটি বিকেল চারটায়। অভিক বলেন, দুবাই অটো ড্রামের এই রেসিং ট্র্যাকের দৈর্ঘ্য ৪ দশমিক ৪ কিলোমিটার। রেসের সময়সীমা ৩০ মিনিট। প্রতি রেসে ১২ ল্যাপ করে সম্পন্ন করতে হয়েছে।

গতকালের দুটি রেসেই অভিক আনোয়ার দ্বিতীয় স্থান অর্জন করেন। অভিক বলেন, ‘প্রথম স্থান অর্জনকারীর সঙ্গে আমার সময়ের ব্যবধান ছিল ১ সেকেন্ড।’ ছয় রাউন্ডের গড়ে ন্যাশনাল রেসিং চ্যাম্পিয়নশিপে অভিক হয়েছেন চ্যাম্পিয়ন।

নিজের রেসিং কারের সামনে অভিক আনোয়ার (মাঝে), শনিবার দুবাই অটো ড্রোমে

নিজের রেসিং কারের সামনে অভিক আনোয়ার (মাঝে), শনিবার দুবাই অটো ড্রোমেছবি: সংগৃহীত

আজ দুবাইয়ে এক জমকালো অনুষ্ঠানে অভিকের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেওয়া হবে। আন্তর্জাতিক এ প্রতিযোগিতার রেসিং ট্র্যাকে অভিকের গাড়ির পেছনের কাচে ছিল লাল–সবুজের পতাকা, আজও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে দেখা যাবে বাংলাদেশের পতাকা।

সূত্র : প্রথম আলো

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
2 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
অভিষেকেই আইপিএল চ্যাম্পিয়ন গুজরাট লাইয়ন্স - Ajker Valo Khobor
2 years ago

[…] ★★আন্তর্জাতিক মোটর রেসে প্রথম বাংলাদেশ… […]

Mithun
2 years ago

 

এসএসসি পরীক্ষার খবর দারুন সংবাদ জানালেন কিন্ত এমনও সময় আসে যে সাইটে দেখা যাইনা |গুগলে সার্চ করে এই টিউটোরিয়াল টি খুঁজে পেলাম। সত্যি খুব সুন্দর ও দরকারি একটি পোস্ট, আশা করি পরবর্তীতে এরকম আরো টিউটোরিয়াল পাবআমি চায় সকল কিছু আপনার সাইটে দেখতে ।সত্য কথা বলতে আপনার সকল কিছুর মাধুর্যতা নিয়ে আছে।<a href=”http://www.educationnewsbd.com” >এসএসসি পরীক্ষার খবর</a> <a href=”http://www.educationnewsbd.com”বেফাক পরীক্ষার রেজাল্ট </a><a href=”http://www.educationnewsbd.com” >এসএসসি পরীক্ষার রুটিন</a> <a href=”http://www.educationnewsbd.com” >এসএসসি পরীক্ষার রুটিন</a><a href=”http://www.educationnewsbd.com” >এসএসসি পরীক্ষার রেজাল্ট</a><a href=”http://www.educationnewsbd.com” >সাপ্তাহিক চাকরির পত্রিকা</a><a href=”http://www.educationnewsbd.com” >সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি</a> >ো।