কুষ্টিয়ার আড়ুয়াপাড়া এলাকায় নির্মাণাধীন মন্ডপে প্রতীমা ভাংচুর

ষ্টাফ রিপোর্টার :কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া আইকা যুবসংঘের ব্যানারে নির্মাণাধীন মন্ডুপে বেশ কয়েকটি প্রতীমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা। বুধবার সকালে বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেয় মন্ডুপ কমিটির সদস্যরা। তবে এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়দের তথ্যমতে আসন্ন দুর্গোৎসবকে সামনে রেখে শহরের আড়ুয়াপাড়া রেললাইন সংলগ্ন হেমচন্দ্র লেনস্থ আইকা সংঘ অস্থায়ী মন্ডপে আসন্ন প্রতীমা তৈরীর কাজ চলছিল। মন্ডপ কমিটির সদস্যরা সকালে এসে দেখতে পান মন্ডপে থাকা নির্মাণাধীন প্রায় সব ক’টি প্রতীমার অংশবিশেষ ভাংচুর করা হয়। সংবাদ পেয়ে কুষ্টিয়া পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও জেলা পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কুষ্টিয়া জেলা পুজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক তুহিন চাকী জানান, সনাতন ধর্মের মানুষদের সবচেয়ে বড় দর্মীয় উৎসব আসন্ন দুর্গ পুজা উপলক্ষে আড়ুয়াপাড়া হেমচন্দ্র লাহিনী লেনের ওই মন্ডপে প্রতিমা তৈরীর কাজ চলছিল। মঙ্গলবার দিবাগত রাত ৩টার পর মন্ডপ কমিটির লোকজন বাড়ি চলে যান।

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী প্রতীমা ভাংচুরের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় নেয়ার দাবি জানিয়েছেন।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ সাব্বিরুল ইসলাম জানান ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় নেয়ার সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।

Source link

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments