নতুন কারিকুলাম স্থগিত নয়, কারিকুলামের যাবতীয় কার্যক্রম স্থগিত

নতুন শিক্ষা কারিকুলামের অধীনে সব কার্যক্রম স্থগিত করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। 

শনিবার (১০ আগস্ট) এনসিটিবির চেয়ারম্যান প্রফেসর মো. ফরহাদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নতুন শিক্ষা কারিকুলামের অধীনে কর্মশালা, প্রশিক্ষণ, গবেষণা পরিমার্জন ও সংশোধন কাজ স্থগিত করা হয়েছে। শিক্ষা কারিকুলাম স্থগিত করা হয়েছে বলে অনেকের কাছে ভুল খবর যাচ্ছে। শিক্ষা কারিকুলাম স্থগিত করার ক্ষমতা এনসিটিবির নেই। এটা শিক্ষা মন্ত্রণালয়ের কাজ।  ১১ আগস্ট থেকে বগুড়ায় আমাদের কর্মশালা শুরু হওয়ার কথা ছিল। সেটি আপাতত স্থগিত করা হয়েছে।

তবে, অপর একাধিক সূত্র বলেছে শিক্ষাসচিবের নেতৃত্বাধীন জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির সুপারিশ বা সিদ্ধান্ত ছাড়া যেহেতু অফিসিয়ালি কারিকুলাম বা সিলেবাস স্থগিত বা আংশিক বাতিল বা স্থগিত করা যায় না তাই প্রাথমিক পদক্ষেপ হিসেবে নতুন কারিকুলামের সব কাজ স্থগিত করা হয়েছে। 

চলতি শিক্ষাবর্ষের বিভিন্ন  শ্রেণির পরীক্ষা, পাঠদান, মূল্যায়ন ঠিক করে চুড়ান্তভাবে নতুন কারিকুলাম স্থগিত করা হবে বলেও জানান চেয়ারম্যান। 

সূত্র : দৈনিক শিক্ষা

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments