আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোর নিশ্চিত করল বাংলাদেশ

এশিয়া কাপে বাঁচা মরার ম্যাচে আফগানিস্তানকে ৮৯ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ । এই জয়ের ফলে সুপার ফোর কার্যত নিশ্চিত হয়ে গেছে টাইগারদের।

গ্রুপ ‘বি’তে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা এবং আফগানিস্তান। প্রথম ম্যাচে লঙ্কানদের কাছে ৫ উইকেটে হেরেছিল বাংলাদেশ। পরের ম্যাচ আফগানদেরকে ৮৯ রানে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা। এই জয়ের ফলে বাংলাদেশের সুপার ফোরে খেলা কার্যত নিশ্চিত হয়ে গেছে।

এশিয়া কাপের সর্বশেষ পয়েন্ট টেবিল

আপাতত গ্রুপের টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। ২ ম্যাচ থেকে ১ জয় পাওয়া টাইগারদের পয়েন্ট ২। সমান পয়েন্ট নিয়ে শীর্ষে আছে শ্রীলঙ্কা। নেট রানরেটের দিক দিয়ে এগিয়ে আছে লঙ্কানরা। ধনাত্মক ০.৯৫১ রানরেট তাদের। অন্যদিকে বাংলাদেশের নেট রানরেট ধনাত্মক ০.৩৭৩। ১ ম্যাচ খেলে ১টিতে হারা আফগানিস্তানের নেট রানরেট ঋণাত্মক ১.৭৯০।

এখন গ্রুপের শেষ ম্যাচে শ্রীলঙ্কা আফগানিস্তানের বিপক্ষে জিতলে বাংলাদেশকে সাথে নিয়ে সরাসরি সুপার ফোরে চলে যাবে লঙ্কানরা। অন্যদিকে আফগানিস্তান যদি শ্রীলঙ্কার বিপক্ষে জিতে যায় সেক্ষেত্রে সমান ২ পয়েন্ট করে পাবে ৩টি দলই। নেট রানরেটে এগিয়ে থাকা দুই দল যাবে সুপার ফোরে। আফগানরা লঙ্কানদের বিপক্ষে জিতলে নেট রানরেট বাড়বে আফগানিস্তানের, কমবে শ্রীলঙ্কার। সেক্ষেত্রে আফগানিস্তানের জন্য সুপার ফোরের সমীকরণ হবে কমপক্ষে ৭০ রানের ব্যবধানে জয় অথবা ৩৬ ওভারের মধ্যে রান তাড়া করে ম্যাচ জিতে যাওয়া। তাহলে বাংলাদেশের সাথে সুপার ফোরে যাবে আফগানরা। এর চেয়ে কম কোনো ব্যবধানে আফগানিস্তান জিতলে নেট রানরেটে এগিয়ে থাকবে বাংলাদেশই। ফলে শ্রীলঙ্কার সঙ্গী হয়ে সুপার ফোরে যাবে বাংলাদেশ। আপাতদৃষ্টিতে শ্রীলঙ্কা এবং আফগানিস্তান দুই দলই সুপার ফোরে যাওয়ার কোনো বাস্তবিক সম্ভাবনা নেই। ফলে সুপার ফোর নিশ্চিত হয়ে গেছে টাইগারদের।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী ৫ সেপ্টেম্বর মুখোমুখি হতে যাচ্ছে শ্রীলঙ্কা এবং আফগানিস্তান। দুই দলের ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায়।

সূত্র : বিডিক্রিকটাইম.কম

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments