২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করল ৭টি দল, ৮ম স্থানের জন্য চলছে জোর লড়াই

২০১৯ সালের মতো ২০২৩ ওয়ানডে বিশ্বকাপও হবে দশ দলের। আইসিসি সুপার লিগের শীর্ষ আট দল খেলবে সরাসরি, আর বাছাইপর্বের বাধা টপকে আসবে দুটি দল।

স্বাগতিক হওয়ায় বিশ্বকাপের মূল পর্বে ভারতের খেলা আগেই নিশ্চিত হয়েছে। এ বছরের অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠেয় বিশ্ব আসরে সরাসরি জায়গা করে নেওয়ার লড়াই করতে হয়েছে বাকি ১২ দলকে। সেটাই এখন রূপ নিয়েছে ত্রিমুখী লড়াইয়ে। দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার মধ্যে শুধু একটি দল সরাসরি বিশ্বকাপ খেলতে পারবে। বাকি দুই দলকে বাছাইপর্ব খেলে আসতে হবে।

জুনে দশ দল নিয়ে জিম্বাবুয়েতে হবে বাছাইপর্ব। এই পর্বে খেলবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগ পয়েন্ট তালিকার তলানিতে থাকা পাঁচ দল, বিশ্বকাপ লিগ ২-এর শীর্ষ তিন দল ও বাছাইয়ের প্লে-অফের শীর্ষ দুই দল।

দক্ষিণ আফ্রিকা আর ১০ পয়েন্ট পেলেই বাছাই পর্ব খেলতে হবে ওয়েস্ট ইন্ডিজকে

দক্ষিণ আফ্রিকা আর ১০ পয়েন্ট পেলেই বাছাই পর্ব খেলতে হবে ওয়েস্ট ইন্ডিজকে

৮৮ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে সুপার লিগের পয়েন্ট তালিকার আটে আছে ওয়েস্ট ইন্ডিজ। নয়ে থাকা দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ৭৯। তবে ইংল্যান্ডের বিপক্ষে গত রাতে ৩৪২ রানের বিশাল লক্ষ্য তাড়া করে দক্ষিণ আফ্রিকা সিরিজ জিতে নেওয়ায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে ক্যারিবীয়দের। কারণ, বুধবার শেষ ম্যাচেও ইংলিশদের হারিয়ে ধবলধোলাই করতে পারলেই শীর্ষ আটে উঠে যাবে টেম্বা বাভুমা-ডেভিড মিলারদের দল। শাই হোপ-জেসন হোল্ডারদের দল নেমে যাবে নয়ে। সুপার লিগের এই চক্রে তাদের আর কোনো ম্যাচ বাকি না থাকায় বাছাইপর্ব খেলতে হবে ওয়ানডের প্রথম দুই আসরের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে। ২০১৯ বিশ্বকাপেও বাছাইপর্ব খেলে মূল পর্বে আসতে হয়েছিল তাদের।

তবে ত্রিমুখী লড়াইয়ের আরেক দল শ্রীলঙ্কাকেও পিছিয়ে রাখার সুযোগ নেই। ৭৭ পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকার ঘাড়ে নিশ্বাস ফেলছে লঙ্কানরা। দাসুন শানাকার দলের এখনো তিনটি ম্যাচ বাকি। নিউজিল্যান্ডের মাটিতে মার্চের শেষ সপ্তাহে ম্যাচ তিনটি খেলবে লঙ্কানরা। ওই সিরিজে কিউইদের ধবলধোলাই করতে পারলে হিসাব তাদের পয়েন্ট হবে ১০৭। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ম্যাচসহ দক্ষিণ আফ্রিকা ডাচদের বিপক্ষেও দুটি ম্যাচ জিতলে তারাই সরাসরি বিশ্বকাপে খেলবে।

শেষ ম্যাচে ইংল্যান্ডকে হারাতে না পারলেও সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ থাকবে দক্ষিণ আফ্রিকার। আগামী মার্চে ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে দুটি ম্যাচ আছে প্রোটিয়াদের। ২৫ পয়েন্ট নিয়ে তালিকার তলানিতে আছে নেদারল্যান্ডস। দারুণ ছন্দে থাকা প্রোটিয়ারা অপেক্ষাকৃত ‘দুর্বল’ ডাচদের ওই সিরিজে হারিয়ে দেবে, এমন ধারণা করা নিশ্চয় বাড়াবাড়ি নয়। সুপার লিগের প্রতি ম্যাচ জয়ের জন্য দলগুলো পায় ১০ পয়েন্ট। ইংল্যান্ডকে ধবলধোলাই করার পর ওই দুই ম্যাচ জিতলে দক্ষিণ আফ্রিকার পয়েন্ট হবে ১০৯।

আর এই তিন ম্যাচের একটিতেও যদি হারে দক্ষিণ আফ্রিকা, অন্যদিকে নিউজিল্যান্ডের মাটিতে শ্রীলঙ্কা তিনটি ম্যাচই জিতলে সরাসরি বিশ্বকাপ খেলবে লঙ্কানরা।

স্বাগতিক ভারতসহ ২০২৩ বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, পাকিস্তান ও আফগানিস্তান।

সূত্র : প্রথম আলো

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments