বিশ্বকাপ ওপেনিং জুটিতে ১৫ নম্বরে বাংলাদেশ

টি–টোয়েন্টি ক্রিকেটে বড় ভূমিকা আছে পাওয়ার প্লের ব্যাটিংয়ের। অস্ট্রেলিয়ায় টি–টোয়েন্টি বিশ্বকাপেও এর ব্যতিক্রম হওয়ার কথা নয়। পাওয়ার প্লেতে দুই ওপেনার কত দ্রুত রান তুলতে পারবেন, এর ওপর অনেকটাই নির্ভর করবে দলগুলোর ভাগ্য।

বিশ্বকাপের আগে টুর্নামেন্টের ১৬ দলের ওপেনিং জুটি বিশ্লেষণ করে একটি র‌্যাঙ্কিং তৈরি করেছে আইসিসি। সেই র‌্যাঙ্কিংয়ে ১ নম্বরে আছে পাকিস্তান, বাংলাদেশ ১৫ নম্বরে। প্রথম আলোর পাঠকের জন্য আইসিসির সেই র‌্যাঙ্কিংয়ের খুঁটিনাটি তুলে ধরা হলো এখানে—

১. পাকিস্তান

আইসিসির ব্যাটিং র‌্যাঙ্কিংয়ের শীর্ষ তিন ব্যাটসম্যানের দুজনই পাকিস্তানের ওপেনার। অধিনায়ক বাবর আজমের সঙ্গে উইকেটকিপার–ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ানের জুটি টি–টোয়েন্টিতে অন্য যেকোনো ওপেনিং জুটির চেয়ে বেশি রান করেছে।

এশিয়া কাপ আর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজেও তাঁরা ছিলেন দুর্দান্ত। বিশ্বকাপ শুরুর আগে পাকিস্তান দলে তাই স্বস্তির বাতাসই বইছে। গত বছর হয়ে যাওয়া টি–টোয়েন্টি বিশ্বকাপেও শীর্ষ তিন রানসংগ্রাহকের মধ্যে ছিলেন বাবর ও রিজওয়ান।

বাবর আজম
র‌্যাঙ্কিং: ৩
গড়: ৪৩.৪১, স্ট্রাইক রেট: ১৩০.০৩
সর্বশেষ ৫ ম্যাচ: ৪, ৮৭*, ৯, ৩৬, ৮

মোহাম্মদ রিজওয়ান
র‌্যাঙ্কিং: ১
গড়: ৫২.৫৩, স্ট্রাইক রেট: ১২৮.৫৭
সর্বশেষ ৫ ম্যাচ: ১, ৬৩, ৮৮, ৮, ৮৮*

২. ভারত

লোকেশ রাহুল ও রোহিত শর্মা পাঁচ বছর ধরে টি–টোয়েন্টিতে অন্যতম বিধ্বংসী ওপেনিং জুটি। গত বছর ভুলে যাওয়ার মতো একটি বিশ্বকাপ কাটানো ভারত এবার কিছু পাওয়ার জন্য এ দুজনের ওপর অনেকটাই নির্ভর করবে।

গত বছরের টি–টোয়েন্টি বিশ্বকাপে রাহুল ছিলেন ভারতের সর্বোচ্চ রানসংগ্রাহক। বড় উপলক্ষে রোহিতের জ্বলে ওঠার সামর্থ্যের কথাও সবার জানা। আর এবার তিনি অধিনায়ক হিসেবে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার সুযোগও পাচ্ছেন।

ভারতের ওপেনিং জুটি রোহিত শর্মা ও লোকেশ রাহুল

ভারতের ওপেনিং জুটি রোহিত শর্মা ও লোকেশ রাহুলছবি: এএফপি

লোকেশ রাহুল
র‌্যাঙ্কিং: ১৪
গড়: ৩৯.৫৭, স্ট্রাইক রেট: ১৪০.৪০
সর্বশেষ ৫ ম্যাচ: ৫৭, ৫১*, ১, ১০, ৫৫

রোহিত শর্মা
র‌্যাঙ্কিং: ১৬
গড়: ৩১.৯৪, স্ট্রাইক রেট: ১৪০.৫৯
সর্বশেষ ৫ ম্যাচ: ০, ৪৩, ০, ১৭, ৪৬

৩. নিউজিল্যান্ড

৩৬ বছর বয়সী মার্টিন গাপটিল কয়েক বছর ধরে অনেকের সঙ্গে ওপেনিং জুটি গড়েছেন। এবারের বিশ্বকাপে সম্ভবত তাঁর জুটি হতে যাচ্ছে ডেভন কনওয়ের সঙ্গে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে কনওয়েকে ওপেনিংয়ে পাঠিয়েছে নিউজিল্যান্ড। আগস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচেই দলকে উড়ন্ত শুরু এনে দিয়েছেন তিনি।

ডেভন কনওয়ে
র‌্যাঙ্কিং: ৭
গড়: ৪৭.২, স্ট্রাইক রেট: ১৩৮.২৮
সর্বশেষ ৫ ম্যাচ: ২১, ৪২, ৪৩, ৪৬, ৩৬*

মার্টিন গাপটিল
র‌্যাঙ্কিং: ১০
গড়: ৩১.৭৯, স্ট্রাইক রেট: ১৩৫.৮
সর্বশেষ ৫ ম্যাচ: ১৫, ২০, ১৬, ২, ৪৫

৪. অস্ট্রেলিয়া

টি–টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নরা এখনো ওপেনিং জুটি নিয়ে নিশ্চিত নয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টি–টোয়েন্টিতে চার নম্বরে ব্যাট করেছেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। কিন্তু বিশ্বকাপে ডেভিড ওয়ার্নারের সঙ্গে তিনিই নামতে পারেন ইনিংস ওপেন করতে।

অ্যারন ফিঞ্চ
র‌্যাঙ্কিং: ৬
গড়: ৩৪.৯৭, স্ট্রাইক রেট: ১৪৪.৮৮
সর্বশেষ ৫ ম্যাচ: ৫৮, ৭, ৩১, ২২, ২৯

ডেভিড ওয়ার্নার
র‌্যাঙ্কিং: ৪৮
গড়: ৩৩.৩, স্ট্রাইক রেট: ১৪১.১৮
সর্বশেষ ৫ ম্যাচ: ১৪, ৩৯, ২১, ৭০*, ৫৩

৫. শ্রীলঙ্কা
এশিয়া কাপের সাফল্যের পর দারুণ আত্মবিশ্বাস নিয়েই বিশ্বকাপ খেলতে নামবে শ্রীলঙ্কা। দুর্দান্ত ফর্মে থাকা এক ওপেনিং জুটি নিয়েই তারা বিশ্বকাপ মিশনে যাচ্ছে। পাতুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিসের দুজনই এশিয়া কাপে অনেক রান পেয়েছেন।

পাতুম নিশাঙ্কা
র‌্যাঙ্কিং: ৮
গড়: ২৯.৬৬, স্ট্রাইক রেট: ১১৫.৫৮
সর্বশেষ ৫ ম্যাচ: ৮, ৫৫*, ৫২, ৩৫, ২০

কুশল মেন্ডিস
র‌্যাঙ্কিং: ৫৬
গড়: ২০.৯০, স্ট্রাইক রেট: ১২৬.৪৭
সর্বশেষ ৫ ম্যাচ: ০, ০, ৫৭, ৩৬, ৬০

আফগান ওপেনার হযরতউল্লাহ জাজাই ও রহমানউল্লাহ গুরবাজ

আফগান ওপেনার হযরতউল্লাহ জাজাই ও রহমানউল্লাহ গুরবাজছবি: বিসিবি

৬. আফগানিস্তান

এ বছর নিজেদের ব্যাটিং অর্ডার নিয়ে অনেক পরীক্ষা–নিরীক্ষা চালিয়েছে আফগানিস্তান। শেষ পর্যন্ত তারা ওপেনিংয়ে রহমানউল্লাহ গুরবাজ ও হজরতউল্লাহ জাজাইয়ে এসে স্থির হয়েছে। তরুণ এই ওপেনিং জুটি এশিয়া কাপে ভালোও করেছে।

রহমানউল্লাহ গুরবাজ
র‌্যাঙ্কিং: ১৮
গড়: ২৫.৮৭, স্ট্রাইক রেট: ১৩৮.৪৬
সর্বশেষ ৫ ম্যাচ: ০, ১৭, ৮৪, ১১, ৪০

হজরতউল্লাহ জাজাই
র‌্যাঙ্কিং: ২১
গড়: ৩২, স্ট্রাইক রেট: ১৩৮.৯২
সর্বশেষ ৫ ম্যাচ: ০, ২১, ১৩, ২৩, ৩৭*

জস বাটলার ও অ্যালেক্স হেলস

জস বাটলার ও অ্যালেক্স হেলসছবি: এএফপি

৭. ইংল্যান্ড

অধিনায়ক ও উইকেটকিপার–ব্যাটসম্যান জস বাটলার পাকিস্তানের বিপক্ষে খেলেননি। তবে অ্যালেক্স হেলসের সঙ্গে বিশ্বকাপে ইংল্যান্ডের ইনিংস ওপেন করবেন মারমুখী এই ব্যাটসম্যানই।

জস বাটলার
র‌্যাঙ্কিং: ২৬
গড়: ৩২.৭৫, স্ট্রাইক রেট: ১৪২.৫৭
সর্বশেষ ৫ ম্যাচ: ১৪, ২৯, ২২, ১৮, ৪

অ্যালেক্স হেলস
র‌্যাঙ্কিং: ১৬৬
গড়: ৩০.০৬, স্ট্রাইক রেট: ১৩৬.৯৮
সর্বশেষ ৫ ম্যাচ: ১৮, ২৭, ১, ৫, ২৬

৮. দক্ষিণ আফ্রিকা

কনুইয়ের চোট কাটিয়ে অধিনায়ক টেম্বা বাভুমা ফিরছেন। কুইন্টন ডি ককের সঙ্গে হয়তো এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার ইনিংস উদ্বোধন করবেন তিনিই।

কুইন্টন ডি কক
র‌্যাঙ্কিং: ১২
গড়: ৩২.২৫, স্ট্রাইক রেট: ১৩৪.১২
সর্বশেষ ৫ ম্যাচ: ৬৮, ৬৯*, ১, ৭, ৭

টেম্বা বাভুমা
র‌্যাঙ্কিং: ৮৯
গড়: ২৩.৫৪, স্ট্রাইক রেট: ১১৬.৪৯
সর্বশেষ ৫ ম্যাচ: ৩, ০, ০, ৮, ৮

৯. আয়ারল্যান্ড

দলের অন্যতম সেরা দুই ব্যাটসম্যান পল স্টার্লিং ও অ্যান্ডি বলবার্নিকে দিয়েই ইনিংস ওপেন করাবে আইরিশরা।

পল স্টার্লিং
র‌্যাঙ্কিং: ২৭
গড়: ২৮.৬৭, স্ট্রাইক রেট: ১৩৪.৮৪
সর্বশেষ ৫ ম্যাচ: ১৬, ২০, ০, ৪, ৩১

অ্যান্ডি বলবার্নি
র‌্যাঙ্কিং: ৪৯
গড়: ২৩.৩৩, স্ট্রাইক রেট: ১২৬.০০
সর্বশেষ ৫ ম্যাচ: ৯, ১৫, ১, ৪৬, ৫১

১০. সংযুক্ত আরব আমিরাত

মোহাম্মদ ওয়াসিম আর চিরাগ সুরির ওপরেই পাওয়ার প্লের ভার দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত। অনেক দিন থেকেই ওপেনিংয়ে ভালো করে আসা এ দুই ব্যাটসম্যানের এখন নিজেদের প্রতিভার ঝলক বিশ্বমঞ্চে দেখানোর সুযোগ।

মোহাম্মদ ওয়াসিম
র‌্যাঙ্কিং: ৯
গড়: ৪০.৬২, স্ট্রাইক রেট: ১৫২.৫৮
সর্বশেষ ৫ ম্যাচ: ১৮, ১৫, ১৮, ৫৮, ৩৫

চিরাগ সুরি
র‌্যাঙ্কিং: ৭৭
গড়: ৩০.৪২, স্ট্রাইক রেট: ১১৮.২৩
সর্বশেষ ৫ ম্যাচ: ৫, ৩৯, ৪, ০, ৮৮

১১. ওয়েস্ট ইন্ডিজ

দুবারের টি–টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়নদের ওপেনিংয়ের ভার ব্র্যান্ডন কিং আর কাইল মেয়ার্সের। প্রথম বল থেকেই প্রতিপক্ষের ওপর চড়াও হতে পারেন কিং। আর মেয়ার্সকে বলা যায় ঠান্ডা মাথার ‘খুনি’!

ব্র্যান্ডন কিং
র‌্যাঙ্কিং: ১৯
গড়: ২৪.৬৯, স্ট্রাইক রেট: ১২৭.১২
সর্বশেষ ৫ ম্যাচ: ১২, ৫৩, ১৩, ২০, ৬৮

কাইল মেয়ার্স
র‌্যাঙ্কিং: ৭৬
গড়: ২৪.৫৩, স্ট্রাইক রেট: ১৩০.৯৬
সর্বশেষ ৫ ম্যাচ: ৩৯, ৪, ১, ১৪, ৭৩

১২. স্কটল্যান্ড

সাবেক অধিনায়ক কাইল কোয়েটজার আন্তর্জাতিক টি–টোয়েন্টি থেকে অবসর নেওয়ার পর থেকে জর্জ মানসি নতুন ওপেনিং পার্টনার খুঁজছেন। তবে বিশ্বকাপে তাঁর সঙ্গী হওয়ার ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে আছেন ক্যালাম ম্যাকলিওড।

জর্জ মানসি
র‌্যাঙ্কিং: ২৫
গড়: ২৭.৪৩, স্ট্রাইক রেট: ১৪৪.৭২
সর্বশেষ ৫ ম্যাচ: ১৯, ২৮, ১৭, ২৪, ২২

ক্যালাম ম্যাকলিওড
র‌্যাঙ্কিং: ৭৮
গড়: ২৪.২৮, স্ট্রাইক রেট: ১১১.০০
সর্বশেষ ৫ ম্যাচ: ৩৩, ১৬, ১২, ০, ০

১৩. জিম্বাবুয়ে

অভিজ্ঞ ক্রেগ আরভিন আর রেগিস চাকাভাই জিম্বাবুয়ের ওপেনিংয়ের ভরসা। এ মুহূর্তে বেশ ছন্দেও আছেন তাঁরা। ওপেনিংয়ে নেমে আরভিন দলকে রান এনে দিলেও একটু রয়েসয়ে খেলার অভ্যাস তাঁর। তবে উইকেটকিপার–ব্যাটসম্যান চাকাভা বোলারকে আক্রমণ করে খেলতেই পছন্দ করেন।

ক্রেগ আরভিন
র‌্যাঙ্কিং: ৯৪
গড়: ২২.৬৬, স্ট্রাইক রেট: ১০৭.৫৯
সর্বশেষ ৫ ম্যাচ: ২৪, ১, ২১, ১০, ৩৮

রেগিস চাকাভা
র‌্যাঙ্কিং: ১০২
গড়: ১৬.৩৩, স্ট্রাইক রেট: ১২৯.২০
সর্বশেষ ৫ ম্যাচ: ১৭, ০, ৮, ২৭, ৩০

১৪. নেদারল্যান্ডস

ডাচদের ভালো শুরু এনে দিতে দুই ভরসার নাম ম্যাক্স ও’ডাউড আর স্টেফান মাইবুর্গ। উড়ন্ত শুরু এনে দিতে অবশ্য নেদারল্যান্ডস বেশি তাকিয়ে থাকবে ও’ডাউডের দিকেই। অন্যদিকে বিশ্বমঞ্চে সম্ভবত শেষবারের মতো খেলতে নামবেন ৩৮ বছর বয়সী মাইবুর্গ। শেষটা তো তিনি রাঙিয়ে নিতে চাইবেনই।

ম্যাক্স ও’ডাউড
র‌্যাঙ্কিং: ৪৭
গড়: ২৯.২৮, স্ট্রাইক রেট: ১২৪.০৩
সর্বশেষ ৫ ম্যাচ: ৬, ২, ১২, ১৬, ৭৩

স্টেফান মাইবুর্গ
র‌্যাঙ্কিং: ১৪৯
গড়: ২২.১৫, স্ট্রাইক রেট: ১১৫.০৪
সর্বশেষ ৫ ম্যাচ: ২৪, ৫, ২২, ০, ০

১৫. বাংলাদেশ

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ওপেনিং নিয়ে অনেক পরীক্ষা–নিরীক্ষা চালিয়েছে। মনে হচ্ছিল তারা বিশ্বকাপে শেষ পর্যন্ত মেহেদী হাসান মিরাজ ও সাব্বির রহমানের ওপরই নির্ভর করবে।

কিন্তু আজ ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে আবার সাব্বিরের জায়গায় মিরাজের সঙ্গে নাজমুল হোসেনকে খেলিয়েছে সাকিব আল হাসানের দল। তিনি যে খুব একটা ভালো করেছেন, তা বলা যাবে না। তবে বিশ্বকাপে মিরাজ–সাব্বির জুটি ওপেন করবে ধরে বিশ্লেষণ করেছে আইসিসি।

মেহেদী হাসান মিরাজ
র‌্যাঙ্কিং: ১৫১
গড়: ১৫.৮৩, স্ট্রাইক রেট: ১২১.০১
সর্বশেষ ৫ ম্যাচ: ৪৬, ১২, ৩৮, ১৯, ৮

সাব্বির রহমান
র‌্যাঙ্কিং: ৫৮৯
গড়: ২৩.৪৮, স্ট্রাইক রেট: ১২০.২২
সর্বশেষ ৫ ম্যাচ: ১২, ০, ৫, ১, ২৪

১৬. নামিবিয়া

নামিবিয়া হয়তো অনভিজ্ঞ দুই ওপেনার ডিভান লা কক ও মাইকেল ফন লিনজেনের দিকেই তাকিয়ে থাকবে পাওয়ার প্লের জন্য।

ডিভান লা কক
র‌্যাঙ্কিং: নেই
গড়: ২৯.৬৬, স্ট্রাইক রেট: ১২১.৯১
সর্বশেষ ৩ ম্যাচ: ১৪, ৯, ৬৬

মাইকেল ফন লিনজেন
র‌্যাঙ্কিং: নেই
গড়: ১৯.২৯, স্ট্রাইক রেট: ১০৪.৬৫
সর্বশেষ ৫ ম্যাচ: ১২, ৫১, ১৪, ২৫, ৪

* সব পরিসংখ্যান ৬ অক্টোবর পর্যন্ত

সূত্র : প্রথম আলো

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments