
‘আমি পাইলাম, আমি ইহাকে পাইলাম।’ রবীন্দ্রনাথ ঠাকুরের হৈমন্তী ছোটগল্পের মতো বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়রা স্বপ্নের শিরোপাই যেন পেলেন। সামনে চ্যাম্পিয়ন লেখা প্লাকার্ড, হাতে শিরোপা, সঙ্গে হৃদয় উপচে পড়া উল্লাস। শিরোপা নিয়ে উদযাপনে মাতলেন ফুটবলাররা।
সোমবার কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিক নেপালের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে বাংলাদেশ। ওই জয়ের পরে বাংলাদেশের লাল-সবুজের পতাকা হাতে নিয়ে উল্লাস-উদযাপন করেছেন মেয়েরা। দেশকে এই শিরোপা এনে দেওয়ার কথা দিয়েছিলেন তারা।
তাদের ওই শিরোপার পথ পাড়ি দেওয়ার কুশিলব কোচ গোলাম রাব্বানি ছোটন। শুধু জাতীয় দলটা তো নয় বয়সভিত্তিক পর্যায়ে থেকে তিনি সানজিদা, মারিয়া, কৃষ্ণাদের প্রস্তুত করেছেন। তাকে ঘিরে খেলোয়াড়দের উদযাপন ছিল চোখে পড়ার মতো।নারী দলের কোচ গোলাম রাব্বানি ছোটনকে কাঁধে নিয়ে মেয়েদের উদযাপন। ছবি: বাফুফে
একটা গোটা জাতির শিরোপা স্বপ্ন কিংবা চাপ কাঁধে নিয়ে খেলেছেন বাংলাদেশ নারী ফুটবল দলের মেয়েরা। কোচ ছোটনকে তারা কাঁধে তুলে উদযাপন করতে পারবেন না তা কি হয়! এই মেয়েগুলো তো ছোটনের মেয়ের মতোই। তাদের কাঁধে চড়ে কোচ হাসলেন, বোধহয় কেঁদেও ফেললেন।
এরপর শিরোপার মঞ্চে যান সাতক্ষীরার মেয়ে বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। দুই হ্যাটট্রিকে আসরের সর্বোচ্চ আট গোল করে টুর্নামেন্ট সেরার পুরস্কার নেন। এরপর হাতে নেন দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন হওয়ার স্বীকৃতি। স্বপ্নের শিরোপা হাতে তারা মাতেন উল্লাসে।