২৬ আগস্ট থেকে শুরু হচ্ছে ৫-১১ বছরের শিশুদের টিকা

৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের টিকা দেয়া শুরু হবে আগামী ২৬ আগস্ট। তবে ১১ আগস্ট থেকে পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম শুরু হবে বলে রবিবার (৭ আগস্ট) অবহিত করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

মন্ত্রী বলেন, আজও ৫ থেকে ১১ বছর বয়সের শিশুদের জন্য ফাইজার বিশেষভাবে তৈরি ১৫ লাখ টিকা এসেছে।

এর আগে গত সোমবার (১ আগস্ট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে পক্ষকালব্যাপী সেবা পক্ষ পালন কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম। তিনি জানিয়েছিলেন, ঢাকার যেসব এলাকায় সংক্রমণ বেশি, সেসব এলাকায় আগে টিকা দেয়া হবে।

৩০ জুলাই শিশুদের দেয়ার জন্য বিশেষভাবে তৈরি ফাইজারের ১৫ লাখ দুই হাজার ৪০০ ডোজ টিকা দেশে আসে। শিক্ষা মন্ত্রণালয়ের সহায়তায় সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে শিশুদের তালিকা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। দেশে এই বয়সি শিশুদের সংখ্যা চার কোটি ৪০ লাখ। এদের দেয়ার জন্য চার কোটি ১০ লাখ টিকার নিশ্চয়তা পেয়েছে স্বাস্থ্য বিভাগ। দুই ডোজ করে টিকা দিতে প্রয়োজন হবে আট কোটি ৮০ লাখ ডোজ।

সূত্র : ভোরের কাগজ

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments