কূটনীতিক কেলেঙ্কারি: দেশের ভাবমূর্তি ক্ষুণ্নকারীদের হটান

কূটনীতিকরা বিদেশে দেশের প্রতিনিধিত্ব করেন। তাঁরা যখন যে দেশে কর্মরত থাকেন সেখানে নিজের দেশের স্বার্থ সংরক্ষণে ভূমিকা রাখেন। নিজ দেশের যেসব নাগরিক সংশ্লিষ্ট দেশে বাস করেন তাঁদের কল্যাণে অবদান রাখার চেষ্টা করেন। দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার পাশাপাশি বাণিজ্যসহ স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে দেনদরবার করেন।

দেশের ভাবমূর্তির প্রশ্নে বিদেশে কর্মরত কূটনীতিকরা থাকেন আপসহীন। দুনিয়ার প্রায় প্রতিটি দেশের কূটনৈতিক মিশন বা দূতাবাসকে সে দেশের প্রবাসীরা আশা-ভরসার স্থল হিসেবে ভাবেন। দুর্ভাগ্যজনক হলেও সত্য, বাংলাদেশের কূটনীতিকের একাংশের মধ্যে বিদেশে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার বদলে বিড়ম্বনার মুখে ঠেলে দেওয়ার অভিযোগ প্রবল। নানা অপরাধ ও অপকর্মে জড়িত থাকার পরও সংশ্লিষ্টদের শাস্তির বদলে পুরস্কৃত করার উদাহরণও কম নয়।

দুর্জন পোষার এ ভ্রান্ত নীতির কারণেই বিদেশে দেশের ভাবমূর্তি বারবার প্রশ্নবিদ্ধ হচ্ছে। কাজী আনারকলির মতো উপদ্রবদের আবির্ভাব ঘটছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো স্থানে। ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে ফেরত নিয়ে আসা বাংলাদেশি কূটনীতিক কাজী আনারকলি তাঁর বাসায় থাকা নাইজেরীয় যুবকের সঙ্গে লিভ টুগেদার করতেন। চাকরির শুরু থেকেই বিভিন্ন অপকর্ম করে বারবার পার পেয়েছেন অদৃশ্য ক্ষমতাবলে। শেষ পর্যন্ত মাদকসহ ধরা পড়ার ঘটনা ঘটেছে ইন্দোনেশীয় পুলিশের হাতে। অতীতের ঘটনায় পার পেয়ে যাওয়ায় এমন অবস্থার উদ্ভব ঘটেছে বলে মনে করেন তাঁর সহকর্মীরা। কাজী আনারকলি ২০০০ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের শেষ মুহূর্তে চাকরি লাভ করেন এবং ক্ষমতার পালাবদলেও প্রতাপের সঙ্গে টিকে থাকেন। তিনি ২০০১-২০০৩ সালে মন্ত্রণালয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ সহকারী সচিব (রাষ্ট্রাচার ভ্রমণ) হিসেবে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে বিভিন্ন দেশে ভ্রমণ করেন এবং সে সময় প্রধানমন্ত্রীর এডিসি বাংলাদেশ বিমানবাহিনীর অফিসার হাসনাতের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। যদিও মন্ত্রণালয়ের সবাই এ অবৈধ সম্পর্কের কথা জানতেন, ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাননি। একের পর এক যৌন কেলেঙ্কারিতে জড়িত হওয়া সত্ত্বেও তা দেখার কোনো কর্তৃপক্ষ না থাকায় দেশের জন্য বিড়ম্বনা ডেকে এনেছেন। আমরা শুধু কাজী আনারকলি নয়, দেশের ভাবমূর্তির জন্য যাঁরা বিড়ম্বনা সৃষ্টি করছেন তাঁদের সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয় চোখ-কান খোলা রাখবে এমনটিই দেখতে চাই।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments