বাংলাদেশসহ ১৫টি দেশ মালয়েশিয়ায় কর্মী নিয়োগের অনুমতি পেল

মালয়েশিয়ার তিনটি শিল্প খাতে বিদেশি কর্মী নিয়োগের অনুমতি দিয়েছে সে দেশের সরকার। ১৫টি দেশ থেকে বিদেশি কর্মী নিয়ে মালয়েশিয়ার উৎপাদন, নির্মাণ ও সেবা শিল্পে কাজ করার অনুমতি দিতে সম্মত হয়েছে দেশটির মানবসম্পদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিদেশি কর্মী নিয়োগ ও ইন্দোনেশিয়া সরকার ঘোষিত শ্রমিক নিয়োগের ওপর সাম্প্রতিক স্থগিতাদেশ নিয়ে গতকাল সোমবার দুই মন্ত্রণালয়ের মধ্যে একটি বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে ১৩ জুলাই মালয়েশিয়ায় প্রবেশকারী সব ইন্দোনেশিয়ান শ্রমিকের ওপর অস্থায়ী স্থগিতাদেশ আরোপ করে দেশটি।

কনস্ট্রাকশন লেবার এক্সচেঞ্জ সেন্টার বিএইচডি নির্মাণ খাতে বিদেশি শ্রমিকদের প্রবেশের ব্যবস্থা করবে, এমন প্রস্তাবও অনুমোদন করা হয়েছে। মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট অনুযায়ী ১৫টি দেশ হলো থাইল্যান্ড, কম্বোডিয়া, নেপাল, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম, ফিলিপাইন, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, ইন্দোনেশিয়া ও কাজাখস্তান। এ ছাড়া শিল্পের চাহিদা মেটাতে বৈঠকে স্ক্র্যাপ মেটাল ও লন্ড্রি সাবসেক্টরে বিদেশি কর্মীদের নিয়োগের অনুমতি দেওয়ার বিষয়েও সম্মত হয়।

গতকাল বৈঠকের পর বুকিত আমান ফেডারেল পুলিশ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হামজাহ জয়নুদিন বলেন, ‘এই সিদ্ধান্ত স্থানীয়দের চাকরির সুযোগকে প্রভাবিত করবে না।’

তিনি বলেন, বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিচালিত সীমাবদ্ধ ও নিষিদ্ধ এলাকার মধ্যে অবকাঠামো এবং নির্মাণকাজে নিযুক্ত স্বল্পমেয়াদি পারমিটসহ বিদেশি কর্মীদের জড়িত আবেদনগুলো বিবেচনায় নিতে সম্মত হয়েছে। গুদামজাতকরণ ও পাখির বাসা কাটার উপখাতে স্বল্প দক্ষ বিদেশি কর্মীদের নিয়োগের বিষয়েও আলোচনা হয়েছে, যা পরিবহন মন্ত্রণালয় এবং কৃষি ও খাদ্যশিল্প মন্ত্রণালয়ের আওতাভুক্ত হবে। সূত্র : মালয়মেইল।

সূত্র : কালের কণ্ঠ

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments