চলতি বছরের স্থগিত এসএসসি পরীক্ষা আগামী আগস্ট মাসে শুরু হবে। আগস্ট মাসে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু করার পরিকল্পনা করেছে শিক্ষা বোর্ডগুলো। তবে, সার্বিক বিষয় পর্যবেক্ষণ করে পরীক্ষার তারিখ নির্ধারণ করা হবে।
রোববার শিক্ষা প্রশাসনের একাধিক সূত্র দৈনিক শিক্ষাডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এদিন আন্তঃশিক্ষা বোর্ডের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে দেশের শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের নিয়ে গঠিত আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার দৈনিক শিক্ষাডটকমকে বলেন, সিলেট বোর্ডের চেয়ারম্যান জানিয়েছেন জুলাই মাসের মধ্যে তার আওতাধীন কেন্দ্রগুলো পরীক্ষা নেয়ার উপযোগী হবে। সে হিসেবে আগস্টে পরীক্ষা শুরু প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরে মাননীয় শিক্ষামন্ত্রী ও শিক্ষাসচিব মহোদয়ের সঙ্গে সভা করে এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে।
আরও পড়ুন :
অক্টোবরে শুরু হবে এইচএসসি পরীক্ষা
এবার বুয়েটে প্রথম হলেন মুন্সিগঞ্জের আসীর আনজুম খান
নো অটোপাস, এসএসসি পরীক্ষা ঈদের পরেই
মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কায়সার আহমেদ দৈনিক শিক্ষাডটকমকে বলেন, আগস্টে স্থগিত এসএসসি পরীক্ষা শুরু করার বিষয়ে আমরা বোর্ড চেয়ারম্যানরা বসে প্রাথমিক সিদ্ধান্তে এসেছি। এ বিষয়টি আমরা প্রস্তাবনা আকারে শিক্ষা মন্ত্রণালয়কে জানাবো। সার্বিক বিষয় পর্যবেক্ষণ করে এ বিষয়ে সিদ্ধান্ত দেবে। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুসারেই এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে।
চলতি বছরের এসএসসি পরীক্ষা গত ১৯ জুন থেকে শুরু হওয়ার কথা থাকলেও বন্যায় পাঁচটি শিক্ষাবোর্ডের পরীক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে স্থগিত হয়েছে পরীক্ষা। উত্তর পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হতে শুরু করলেও কিছুকিছু অঞ্চল এখনো প্লাবিত। এ পরিস্থিতিতে ২০ লাখের বেশি এসএসসি পরীক্ষার্থী অনিশ্চয়তায় আছেন।
[…] আন্তঃশিক্ষা বোর্ডের সভায় সিদ্ধান্ত:… […]
[…] আন্তঃশিক্ষা বোর্ডের সভায় সিদ্ধান্ত:… […]