চলতি বছরের এইচএসসি পরীক্ষা আগামী অক্টোবর মাস থেকে শুরুর পরিকল্পনা করেছে শিক্ষা বোর্ডগুলো। আগামী আগস্ট মাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। কিন্তু বন্যায় এসএসসি পরীক্ষা পিছিয়ে যাওয়ায় এইচএসসি পরীক্ষায় পেছানো হচ্ছে। আগামী অক্টোবর মাসে এ পরীক্ষা আয়োজনের পরিকল্পনা করছে শিক্ষা বোর্ডগুলো।
রোববার দুপুরে দেশের শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের নিয়ে গঠিত আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার দৈনিক শিক্ষাডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন :
আন্তঃশিক্ষা বোর্ডের সভায় সিদ্ধান্ত: আগস্টে শুরু হবে এসএসসি পরীক্ষা
ভাইরাল ডায়ালগ ‘আসকে আমার মন বালো নেই’ এর জনক চট্টগ্রামের কাজী হান্নান আহমেদ উৎস
জানা গেছে, রোববার আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটির এক সভায় আগামী আগস্ট মাসে এসএসসি পরীক্ষা নেয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়। সে অনুসারে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে। সার্বিক বিষয় পর্যালোচনা করে মন্ত্রণালয় পরীক্ষা শুরুর তারিখ নির্ধারণ করবে।
ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার দৈনিক শিক্ষাডটকমকে বলেন, আগস্টে এসএসসি ও সমমান পরীক্ষা নেয়ার বিষয়ে শিক্ষা বোর্ডগুলো পক্ষ থেকে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে। আগস্টে এসএসসি নেয়া গেলে চলতি বছরের অক্টোবরে হয়তো এইচএসসি পরীক্ষা শুরু করা যেতে পারে। তবে, সব কিছু পরিস্থিতির ওপর নির্ভর করছে।
[…] অক্টোবরে শুরু হবে এইচএসসি পরীক্ষা […]