বেচারা স্টুয়ার্ট ব্রড! টি-টোয়েন্টিতে এক ওভারে ছয় ছক্কা হজম করেছিলেন যুবরাজ সিংয়ের কাছে। টেস্টে এক ওভারে সর্বোচ্চ রান দেওয়ার অনাকাঙ্ক্ষিত রেকর্ডও এখন এই ইংলিশ পেসারের।
সেটিও নিখাদ কোনো ব্যাটসম্যানকে এক ওভারে ৩৫ রান দিলে না হয় কষ্টে-সৃষ্টে মনকে বোঝাতে পারতেন। তাই বলে যশপ্রীত বুমরা!
এজবাস্টন টেস্টে আজ দ্বিতীয় দিনে ভারতের ইনিংসে ৮৪তম ওভারে এই রেকর্ডের জন্ম হলো বুমরার কল্যাণে। এর আগে ৭ বল খেলে রানের খাতা খুলতে পারেননি ভারতের অধিনায়ক। ওই ওভারে তাঁর কী মনে হলো কে জানে, ব্রডের ওপর রীতিমতো চড়াও হলেন। অন্য প্রান্তে থাকা মোহাম্মদ সিরাজকে আর স্ট্রাইকে যেতে দেননি বুমরা। ব্রডের এই ওভারে রান এল যথাক্রমে—৪, ৫ (ওয়াইড), ৭ (নো বল), ৪, ৪, ৪, ৬ ও ১! সব মিলিয়ে রান উঠল ৩৫—টেস্টে এক ওভারে এটি সর্বোচ্চ রান নেওয়ার রেকর্ড।
ব্রডের ওপর চড়াও হয়েছিলেন বুমরাছবি: রয়টার্স
বুমরা এর মধ্যে নিজে তুলেছেন ২৯ রান। ২০০৩ সালে জোহানেসবার্গ টেস্টে দক্ষিণ আফ্রিকার স্পিনার রবিন পিটারসনের এক ওভারে ২৮ রান নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ব্রায়ান লারা। সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যানের গড়া রেকর্ডটি নতুন করে লেখালেন কি না ভারতের পেসার বুমরা!
আরও পড়ুন :
টেস্ট র্যাংকিংয়ে দুই ধাপ এগিয়ে সাকিব দুইয়ে, শীর্ষে জাদেজা
প্রথম শ্রেণির ক্রিকেটে ৭২৫ রানে জিতে বিশ্ব রেকর্ড করল মুম্বাই!
ইংল্যান্ড ৪৯৮ রানের বিশ্ব রেকর্ড গড়ে ২৩২ রানে হারাল নেদারল্যান্ডসকে
অবশ্য, এই রেকর্ড গড়ায় বুমরার পাশাপাশি ব্রডের অবদানও (!) কম নয়। ভারতীয় ধারাভাষ্যকার হার্শা ভোগলের ভাষায়, ‘অহমের বোলিং’ করছিলেন ব্রড। সেটা অবশ্য ২ বলে ২০ রান দেওয়ার পর বলেছেন ভোগলে। এর পর যা হয়েছে, সেটা বিরাট কোহলি ও জাদেজাদের হাসিঠাট্টাই সবচেয়ে ভালো ব্যাখ্যা দিয়েছে।
আবারও দুঃস্বপ্নের মতো একটি ওভার করলেন ব্রড ছবি: রয়টার্স
নো বল করেছেন, বাউন্সার মারতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটসম্যানের মাথার ওপর দিয়ে ওয়াইড করেছেন, ইংল্যান্ডের উইকেট কিপার স্যাম বিলিংস লাফিয়েও ধরতে পারেননি, বল সোজা বাউন্ডারিতে। বাজে লেংথেও বল করেছেন। ১৬ বলে ৩১ রানে অপরাজিত ছিলেন বুমরা। ৪১৬ রানে নিজেদের প্রথম ইনিংসে অলআউট ভারত।