ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের ছাত্র নাহনুল কবির রুয়েল। প্রথম আলোকে ভর্তি পরীক্ষায় ভালো ফলের প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।
ফলাফলের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে নাহনুল কবির বলেন, ‘সবার যেমন একটা স্বপ্ন থাকে, তেমনি আমারও স্বপ্ন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া। এ স্বপ্নকে সত্যি করতে আমি এইচএসসির শুরু থেকেই ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করি।’ এর মধ্য দিয়ে পরিশ্রম পূর্ণতা পেয়েছে বলে জানান নাহনুল।
গতকাল সোমবার বেলা একটার দিকে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান।
আরও পড়ুন :
সিভিএস বা কম্পিউটার ভিশন সিনড্রোম রোগ কী?
৪ জুন ‘খ’ ইউনিটের পরীক্ষা হয়। প্রকাশিত ফলাফলে ৯৬ দশমিক ৫০ নম্বর (মূল পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ৭৬ দশমিক ৫০) পেয়ে প্রথম হন নাহনুল।
নাহনুল কবির আরও বলেন, ‘আমি একাডেমিক পড়াশোনার পাশাপাশি নিয়মিত ভর্তি পরীক্ষার প্রস্তুতির পড়াশোনা করেছি। ভর্তি পরীক্ষার জন্য যে পরিশ্রম করেছি, প্রকাশিত ফলাফলের মাধ্যমে আমার সেই পরিশ্রম আজ পূর্ণতা পেয়েছে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটে এবার আসনসংখ্যা ১ হাজার ৭৮৮। ২০২১-২২ শিক্ষাবর্ষের ‘খ’ ইউনিটের পরীক্ষায় অংশ নেন ৫৬ হাজার ৯৭২ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৫ হাজার ৬২২ জন (পাসের হার ৯ দশমিক ৮৭)।
[…] […]
[…] […]
[…] […]
[…] […]
[…] […]
[…] […]
[…] […]