বিশাল কানের একটি ছাগল ছানার খোঁজ মিলেছে পাকিস্তানে। মালিকের দাবি এটি পৃথিবীর সবথেকে বড় কানের ছাগলের বাচ্চা। খুব শিগগির এটি গিনেস বুকে জায়গা করে নেবে। খবর ডেইলি মেইল’র।
জানা গেছে, সিম্বা নামের ছাগল ছানাটির দুই কান অনেক দীর্ঘ। হাঁটলে কিংবা দাঁড়ালে এটির কান মাটি স্পর্শ করে। দুই কানের সাইজ ১৯ ইঞ্চি।
আরও পড়ুন :
২০ লাখ টাকা দাম হাকা হলো ৩৬ মণ ওজনের ‘স্বপ্নরাজ’ এর
৩ সন্তানের জন্ম একইসাথে, নামও রাখা হলো সেইরকম : সেতু-স্বপ্ন-পদ্মা
সিম্বার মালিক হাসান ও ইয়াসিরের দাবি করেন, এটি একটি বিরল প্রজাতির ছাগল ছানা।
তাছাড়া সবচেয়ে দীর্ঘ কানের কারণে এটি বিশ্ব রেকর্ড করেছে। চলতি বছরের ৪ জুন করাচিতে ছাগল ছানাটির জন্ম হয়।
[…] সবচেয়ে বড় কানের ছাগল ছানা পাওয়া গেল … […]
[…] সবচেয়ে বড় কানের ছাগল ছানা পাওয়া গেল … […]
[…] সবচেয়ে বড় কানের ছাগল ছানা পাওয়া গেল … […]