অস্ট্রেলিয়াকে নাটকীয়ভাবে হারিয়ে সিরিজ জিতল শ্রীলঙ্কা

ডেভিড ওয়ার্নারের বিদায়ের পর মনে হয়েছিল সহজেই হেরে যাবে অস্ট্রেলিয়া। কিন্তু অসাধারণ ব্যাটিংয়ে জয়ের স্বপ্ন ধরে রাখেন প্যাট কামিন্স। তার বিদায়ের পরও লড়াই বুঝি তখনই শেষ। কারণ শেষ জুটিতে তখনও প্রয়োজন ১৯ রান। কিন্তু তিন বাউন্ডারিতে জয়টা হাতের নাগালেই নিয়ে আসেন ১০ নম্বর ব্যাটার ম্যাথেউ কুনেমান। শেষ বলে তখন চাই পাঁচ রান। কিন্তু দাসুন শানাকার স্লোয়ারে আর পারলেন না। রোমাঞ্চকর এক জয় মিলে শ্রীলঙ্কার।

মঙ্গলবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজের চতুর্থ ম্যাচে অস্ট্রেলিয়াকে ৪ রানের ব্যবধানে হারিয়েছে শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করতে নেমে ৪৯ ওভারে ২৫৮ রান তুলে আউট হয়ে যায় তারা। জবাবে নির্ধারিত ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৫৪ রান করতে সমর্থ হয় অজিরা।

লক্ষ্য তাড়ায় শুরুতেই অধিনায়ককে হারায় অস্ট্রেলিয়া। খালি হাতে বিদায় নেন অ্যারন ফিঞ্চ। তবে অপর প্রান্তে দারুণ ব্যাটিং করতে ওয়ার্নার। মিচেল মার্শকে নিয়ে গড়েন ৬৩ রানের জুটি। মার্শ বিদায় নিলে মার্নাস লাবুশেন, আলেক্স কেয়ারি ও ট্রাভিস হেডকে নিয়ে ছোট ছোট জুটিতে এগিয়ে যেতে থাকেন এ ওপেনার। তাতে তৃতীয় উইকেটে ৩৫, চতুর্থ উইকেটে ৩০ ও পঞ্চম উইকেটে ৫৮ রান আসে। 

তবে হেড আউট হওয়ার পর মাত্র ৩ রানের ব্যবধানে ৩টি উইকেট হারায় অস্ট্রেলিয়া। বিদায় নেন ওয়ার্নারও। মূলত তখনই ব্যাকফুটে চলে যায় সফরকারীরা। এরপর কামিন্স কিছুটা লড়াই করলেও তা দলের জন্য যথেষ্ট হয়নি। তা কেবল হারের ব্যবধানই কমিয়েছে।

আরও পড়ুন :

পবিত্র কোরআন হাতেই লিখে ফেললেন আওয়ামী লীগ নেত্রী জারিন তাসনিম দিয়া

২০২২ সালে গুগলের জনপ্রিয় ৫টি সেবা

এক নজরে কাতার বিশ্বকাপের সময়সূচি

এদিন মাত্র ১ রানের আক্ষেপে সেঞ্চুরি মিস করেছেন ওয়ার্নার। ধনাঞ্জয়া ডি সিলভার বলে এগিয়ে এসে খেলতে গিয়ে পড়েন স্টাম্পিংয়ের ফাঁদে। ১১২ বলে ১২টি চারের সাহায্যে ৯৯ রান করেন এ ওপেনার। ৪৩ বলে ৩৫ রান করেন কামিন্স। এছাড়া হেড ২৭ ও মার্শ ২৬ রান করেন।

শ্রীলঙ্কার পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন চামিকা করুনারত্নে, ধনাঞ্জয়া ও জেফ্রি ভেন্ডারসি।

৫ম ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে ২৪ জুন, শুক্রবার, বিকাল ৫ টায়।

সূত্র : দি ডেইলি স্টার

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
2 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
১০০ মিটারে স্বর্ণজয় করলেন ১০৫ বছর বয়সে! - Ajker Valo Khobor
3 years ago

[…] […]

আর্জেন্টিনা-ব্রাজিল স্থগিত হওয়া ম্যাচ পূণরায় শুরু করতে ফিফার চাপ - Ajker Valo Khobor
3 years ago

[…] […]