আজ প্রকাশ হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির মেধাতালিকা

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষের অনার্সে ভর্তির মেধাতালিকা আজ (২০ জুন) প্রকাশ হবে। বিকেল ৪টায় নির্বাচিতদের তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া হবে। এছাড়া মুঠোফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. নাসির উদ্দিন এসব তথ্য জানিয়েছেন।

রেজাল্ট জানতে ক্লিক করুন

সোমবার দুপুর ১২টায় ভর্তির মেধাতালিকা প্রকাশের বিষয়ে জানতে চাইলে অধ্যাপক তিনি বলেন, আমাদের ফল প্রস্তুত আছে। বিকেল ৪টায় ওয়েবসাইটে ফল প্রকাশ করা হবে। ভর্তিচ্ছুরা মুঠোফোনে এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।

আরও পড়ুন :

পেছাতে পারে এইচএসসি পরীক্ষাও

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসিসহ অন্যান্য পরীক্ষা স্থগিত

জাতীয় ফল কাঠালের যত পুষ্টিগুণ

তিনি আরও জানান, ফল প্রকাশের পর থেকে ২৮ জুনের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে গিয়ে অনার্স অ্যাপ্লিকেন্ট লগ-ইন লিংকে গিয়ে সঠিক রোল নম্বর ও পিন নম্বর দিয়ে লগ-ইন করে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করে এর প্রিন্ট কপি নিতে হবে।

জানা গেছে, গত ২২ মে বিকেল ৪টা থেকে শুরু হয়ে ৯ জুন রাত ১২টা পর্যন্ত ভর্তি আবেদন প্রক্রিয়া চলে। ২০২১-২২ শিক্ষাবর্ষে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার তিন ইউনিটে সর্বমোট ৫ লাখ ৪৮ হাজার ৪২৮ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন। এর মধ্যে বিজ্ঞানে ১ লাখ ৬০ হাজার ৮৮৪ জন, ব্যবসায় শিক্ষা শাখায় ১ লাখ ১২ হাজার ৭৬৫ এবং মানবিকে ২ লাখ ৭৪ হাজার ৭৮২টি আবেদন পড়েছে।

সূত্র : দৈনিক শিক্ষা

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments