বাংলাদেশী নারী ওয়াসফিয়া নাজরীন কে-টু ও ব্রড পিক শৃঙ্গ ছুঁতে যাচ্ছেন

কারাকোরাম পর্বতমালার দুই শৃঙ্গ কে-টু ও ব্রড পিক ছুঁতে যাচ্ছেন এভারেস্ট বিজয়ী বাংলাদেশি নারী ওয়াসফিয়া নাজরীন। অভিযানের নেতৃত্বে থাকবেন নেপালের মিংমা তেনজি শেরপা। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে মঙ্গলবার রাতে ব্যক্তিগত ফেসবুক পেজে লাইভে এসে অভিযান নিয়ে কথা বলেন ওয়াসফিয়া।

ওয়াসফিয়া নাজরীন বলেন, সবকিছু ঠিক থাকলে ১৫ জুন ইসলামাবাদ থেকে দলেবলে গিলগিত-বালতিস্তান অঞ্চলের স্কারদু শহরে যাবেন তাঁরা। প্রায় আড়াই মাসের এই অভিযান শুরু হবে ব্রড পিকের চূড়ায় আরোহণের লক্ষ্য নিয়ে। সফল হলে পা বাড়াবেন কে-টু পর্বতশৃঙ্গ ছুঁতে। ১২ জনের দলে ওয়াসফিয়াসহ নারী পর্বতারোহী ৬ জন। যাঁদের মধ্যে তিনিই একমাত্র বাংলাদেশি।

মিংমা তেনজি শেরপার সঙ্গে  ওয়াসফিয়া

মিংমা তেনজি শেরপার সঙ্গে ওয়াসফিয়া ছবি: সংগৃহীত

ওয়াসফিয়ার কথায় আজ অভিযান শুরুর ব্যাপারে যে অনিশ্চয়তার সুর ছিল, সেই ব্যাপারটা পরিষ্কার করেছেন তিনি। বলেছেন, দলের কয়েকজন সদস্য ভিসা জটিলতায় পড়েছেন। আবার রাত নয়টায় লাইভে আসার আগে তিনি ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘ডাউন স্যুট এখনো কাস্টমসে আটকা…বাকি সব গিয়ার রেডি, ইসলামাবাদ হয়ে স্কারদুর কার্গোর জন্য! আগামী আড়াই মাস, এই একই কাপড়, গোসলবিহীন, চোগোরি অর্থাৎ কে-টুর কোলে!’

আরও পড়ুন :

বাংলাদেশের রোভার এশিয়া মহাদেশের মধ্যে প্রথম স্থান অধিকার করল

রাবাব ফাতিমা জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন

বাংলাদেশের দুই স্থাপত্য আগা খান স্থাপত্য পুরস্কার তালিকায় স্থান পেল

বিশ্বের ১৪টি আট হাজারি শৃঙ্গের মধ্যে কে-টুর (৮৬১১ মিটার) অবস্থান মাউন্ট এভারেস্টের (৮৮৪৮ মিটার) পরই। আর উচ্চতার হিসাবে ব্রড পিক (৮০৫১ মিটার) বিশ্বে দ্বাদশ। তবে পর্বতারোহীদের কাছে অন্যতম কঠিন পর্বত কে-টু। গত বছরের জানুয়ারিতে শীতকালে কে-টু শৃঙ্গে উঠে যে ১০ জন নেপালি পর্বতারোহী বিশ্ব রেকর্ড করেন, মিংমা তেনজি শেরপা তাঁদেরই একজন। এ ছাড়া ১০ বার এভারেস্ট জয়সহ ১১টি আট হাজারি শৃঙ্গ জয়ের নজির আছে মিংমার ঝুলিতে।

অন্যদিকে ওয়াসফিয়া দ্বিতীয় বাংলাদেশি নারী হিসেবে ২০১২ সালের ২৬ মে এভারেস্ট জয় করেন। এরপর বাংলাদেশের প্রথম পর্বতারোহী হিসেবে সাত মহাদেশের সাতটি সর্বোচ্চ পর্বতশৃঙ্গও জয় (সেভেন সামিট) করেন তিনি।

সূত্র : প্রথম আলো

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
নারকেলি চেলা ও তিতপুঁটি মাছের কৃত্রিম প্রজনন কৌশল উদ্ভাবন - Ajker Valo Khobor
2 years ago

[…] […]