শেষ হয়ে গেল কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বের দল নির্বাচন

নিউজিল্যান্ডকে হারিয়ে কোস্টারিকার উল্লাসেই ৩২তম দলের দেখা পেয়ে গেল ২০২২ কাতার বিশ্বকাপ। গ্রুপ পর্বের ড্র-তে কোন দল কার সঙ্গে পড়বে, সেটি তো গত এপ্রিলেই নিশ্চিত হয়ে গিয়েছিল। তবে তখন পর্যন্ত ২৯টি দল নিশ্চিত ছিল। বাকি ছিল ইউরোপিয়ান প্লে-অফের একটি, আর দুটি আন্তঃমহাদেশীয় প্লে-অফ। ওয়েলস, অস্ট্রেলিয়া আর কোস্টারিকা উঠে এসেছে সেই তিন প্লে-অফ থেকে।

তাতে নিশ্চিত হয়ে গেল চূড়ান্ত গ্রুপিং। কোন দল কোন গ্রুপে পড়েছে, কাদের গ্রুপ সবচেয়ে কঠিন হলো, কোন কোন দল গ্রুপ পর্ব থেকে উঠতে পারে নকআউট পর্বে…সেসব বিশ্লেষণও তবে শুরু হয়ে যাক! বিশ্বকাপ শুরু হতে এখনো প্রায় ছয় মাস বাকি, বিশ্লেষণের অনেক সময়ও পাওয়া যাবে। তার আগে গ্রুপগুলোর চূড়ান্ত রূপ দেখে নিলে কেমন হয়?

কোন গ্রুপে কারা

গ্রুপ পর্বের ড্রয়ের পর থেকেই তো আলোচনাটা চলেছে। সব বিশ্বকাপেই চলে। গ্রুপ অব ডেথ বা মৃত্যুকূপ কোনটি, কোন গ্রুপ বেশি সহজ হয়ে গেল… কত যুক্তি-তর্ক থাকে এসব আলোচনায়! এবারও অবশ্য স্পেন, জার্মানি একই গ্রুপে পড়ায় গ্রুপ ‘ই’-কেই মৃত্যুকূপ বলছেন অনেকে। কারও চোখে আবার সেই ‘সম্মান’ পাচ্ছে গ্রুপ ‘এফ।’ ব্রাজিলের গ্রুপ ‘জি’-ও একেবারে সহজ নয়।

গ্রুপ ‘এ’: কাতার, ইকুয়েডর, সেনেগাল ও নেদারল্যান্ডস।

গ্রুপ ‘বি’: ইংল্যান্ড, ইরান, যুক্তরাষ্ট্র ও ওয়েলস।

গ্রুপ ‘সি’: আর্জেন্টিনা, সৌদি আরব, মেক্সিকো ও পোল্যান্ড।

গ্রুপ ‘ডি’: ফ্রান্স, ডেনমার্ক, তিউনিসিয়া ও অস্ট্রেলিয়া।

গ্রুপ ‘ই’: স্পেন, জার্মানি, জাপান ও কোস্টারিকা।

গ্রুপ ‘এফ’: বেলজিয়াম, কানাডা, মরক্কো ও ক্রোয়েশিয়া।

গ্রুপ ‘জি’: ব্রাজিল, সার্বিয়া, সুইজারল্যান্ড ও ক্যামেরুন।

গ্রুপ ‘এইচ’: পর্তুগাল, ঘানা, উরুগুয়ে ও দক্ষিণ কোরিয়া।

আরও পড়ুন :

অবশেষে প্রকাশ পেল ২০২৩ সালের এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ সংক্ষিপ্ত সিলেবাস

বাংলাদেশের রোভার এশিয়া মহাদেশের মধ্যে প্রথম স্থান অধিকার করল

মৌসুমি ফল জামের রয়েছে অনেক পুষ্টিগুণ

কোন মহাদেশ থেকে কারা সুযোগ পেয়েছে

কত রোমাঞ্চ, কত নাটক, কত ইতিহাসের জন্মই না দিয়েছে এবারের বিশ্বকাপ বাছাইপর্ব! এশিয়ার জন্য এবার যেমন গৌরবের ইতিহাসই হলো-এই প্রথম ছয়টি দল বিশ্বকাপে যাচ্ছে এশিয়া মহাদেশ থেকে। দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে মাত্র চারটি দল—২০০৬ বিশ্বকাপের পর এবারই প্রথম এমনটা দেখা যাচ্ছে।

কোন মহাদেশ থেকে শেষ পর্যন্ত কোন কোন দল যাচ্ছে, সেই হিসেবও হয়ে যাক।

এশিয়া

কাতার (স্বাগতিক), ইরান, জাপান, দক্ষিণ কোরিয়া, সৌদি আরব ও অস্ট্রেলিয়া।

আফ্রিকা

ক্যামেরুন, ঘানা, মরক্কো, সেনেগাল ও তিউনিসিয়া।

ইউরোপ

বেলজিয়াম, ক্রোয়েশিয়া, ডেনমার্ক, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, পোল্যান্ড, পর্তুগাল, সার্বিয়া, স্পেন, সুইজারল্যান্ড ও ওয়েলস।

উত্তর আমেরিকা

কানাডা, যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কোস্টারিকা

দক্ষিণ আমেরিকা

আর্জেন্টিনা, ব্রাজিল, ইকুয়েডর ও উরুগুয়ে।

সূত্র : প্রথম আলো

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
সারাদেশে শুরু হয়েছে ডিজিটাল আদমশুমারী। - Ajker Valo Khobor
2 years ago

[…] […]