বাবরের রেকর্ডময় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৫ ওইকেটে হারাল পাকিস্তান

বাবর আজম ব্যাটিংয়ে নামলেই রেকর্ড গড়া হয়। এই প্রবাদ আরও একবার দেখা গেল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে। যেখানে তার সেঞ্চুরি ও খুশদিল শাহর শেষ দিকের ঝড়ে ৫ উইকেটে জয় পেল পাকিস্তান।

পাকিস্তান অধিনায়ক অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ দুই ওয়ানডেতে শতক পেয়েছিলেন। এবারের সেঞ্চুরিতে টানা তিন ম্যাচে শতক তুলে নিলেন। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১৬ সালে টানা তিনটি শতকের দেখা পান। পঞ্চাশ ওভারের ম্যাচে টানা তিন শতকের ‘ডাবল’ মাইলফলক নেই অন্য কোনো ব্যাটারের।

এছাড়া এদিন অধিনায়ক হিসেবে ১৩ ইনিংসেই ১ হাজার রান হয়ে গেল তার, যা সবচেয়ে দ্রুততম। এর আগে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির ১৭ ইনিংস ১ হাজার রান করেছিলেন।

মুলতান ক্রিকেট স্টেডিয়ামে টস জেতা ক্যারিবীয়রা প্রথমে ব্যাট করে ওপেনার শাই হোপের সেঞ্চুরি (১২৭) ও সামারাহ ব্রুকসের ফিফটিতে (৭০) ৮ উইকেট হারিয়ে ৩০৫ রানের বড় সংগ্রহ গড়ে।

ফুটবল বিশ্বকাপ ট্রফি এখন বাংলাদেশে

হাইড্রোজেন পার অক্সাইড কী, আগুনের মাত্রা কীভাবে বাড়ায় এটি?

জবাবে বাবরের ১৭তম ওয়ানডে সেঞ্চুরিতে জয় পায় পাকিস্তান। বাবর ১০৭ বলে ৯টি চারে ১০৩ করে বিদায় নেন। ওপেনার ইমাম-উল-হক ৬১ বলে ৬৫ ও মোহাম্মদ রিজওয়ান ৬১ বলে ৫৯ করেন। তবে শেষ দিকে খুশদিল ২৩ বলে একটি চার ও ৪টি ছক্কায় ৪১ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন। ম্যাচ সেরাও হন এই ব্যাটার।

শুক্রবার একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে।

সূত্র : আমাদের সময়

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
2 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
স্বাগতিক ভারত রানের পাহাড় গড়েও দক্ষিণ আফ্রিকার কাছে সাত উইকেটে হারল - Ajker Valo Khobor
3 years ago

[…] বাবরের রেকর্ডময় ম্যাচে ওয়েস্ট ইন্ডি… […]

স্বাগতিক ভারত রানের পাহাড় গড়েও দক্ষিণ আফ্রিকার কাছে সাত উইকেটে হারল - Ajker Valo Khobor
3 years ago

[…] বাবরের রেকর্ডময় ম্যাচে ওয়েস্ট ইন্ডি… […]