গ্যারি লিনেকার লিওনেল মেসির অনেক বড় ভক্ত। ইংলিশ সাবেক স্ট্রাইকার এটা লুকানোর কোনো চেষ্টাও করেন না। যখনই মেসি অবিশ্বাস্য কিছু করে বসেন, তাঁকে নিয়ে টুইটারে আনন্দে মাতেন লিনেকার। আদর করে যিশুখ্রিষ্টের সঙ্গে মিলিয়ে ডাকেন ‘মেসাইয়া’ বলে। গতকাল রাতে তাঁকে আরও একবার ‘মেসাইয়া’ বলতে বাধ্য করেছেন মেসি। এস্তোনিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ৫ গোলের সব কটি করে রেকর্ড গড়েছেন আলবিসেলেস্তে অধিনায়ক।
মেসির গোলের পরশ মাখতে মাখতে গ্যারি লিনেকার তাই টুইট করেছেন, ‘অসাধারণ, মেসি আজ আর্জেন্টিনার পাঁচ গোলের সব কটি করেছে। বিস্ময়কর ব্যাপার হলো, গোল করার ক্ষমতাই ওকে অন্য কিংবদন্তিদের চেয়ে এগিয়ে রাখে না। পাস দেওয়া বা ড্রিবল করার ক্ষেত্রে এই খেলাটা খেলেছে—এমন যে কারও সঙ্গে ও পাল্লা দিতে পারবে। মেসাইয়া।’

কাল বারবার মেসির উদ্যাপন দেখেছে এস্তোনিয়াছবি: এএফপি
এস্তোনিয়ার বিপক্ষে কাল পাঁচ গোল করে রেকর্ডের অনেক পাতায়ই ওলট–পালট এনেছেন মেসি, ৪৭ মিনিটের মধ্যে হ্যাটট্রিক করে ফেলেছেন। আর তাতে ৮১ বছর পুরোনো এক রেকর্ডে ফেরেঙ্ক পুসকাসের পাশে বসেছেন। হাঙ্গেরির হয়ে ৮৫ ম্যাচে ৮৪ গোল করা পুসকাসের সঙ্গে অবশ্য বেশিক্ষণ থাকতে রাজি হননি মেসি। আন্তর্জাতিক ফুটবলে ৩০তম দেশের বিপক্ষে গোল করা আর্জেন্টিনা অধিনায়ক আধঘণ্টার মধ্যেই আরও দুই গোল করেছেন। আন্তর্জাতিক ফুটবলে মেসির গোল এখন ৮৬টি। তাঁর সামনে এখন শুধু তিনজন।
আরও পড়ুন :
মেসির আগে আর যারা করেছিলেন ৫ গোল
প্রীতি ফুটবল ম্যাচে জাপানের বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয় পেল ব্রাজিল।
মৌসুমি ফল জামের রয়েছে অনেক পুষ্টিগুণ
প্রথমে কে সেটা না বললেও চলে। তবু আরেকবার বলতে ক্ষতি নেই, ক্রিস্টিয়ানো রোনালদো (১১৭ গোল)। দুই ও তিনে এশিয়ার দুজন। সবচেয়ে বেশি গোলের রেকর্ড বহুদিন দখলে রাখা ইরানের আলি দাইয়ির (১০৯) রেকর্ডটা রোনালদো ভেঙেছেন বেশি দিন হয়নি, তিনে মালয়েশিয়ার মোখতার দাহারি (৮৯)।

কাল দুর্দান্ত এক রাত কাটিয়েছেন মেসিছবি: এএফপি
মেসির পুসকাসকে পেছনে ফেলাটাই প্রথমে নজরে পড়েছে। ওদিকে পেলেকেও কিন্তু ছাড়িয়ে গেছেন মেসি। কাল পর্যন্ত পেশাদার ফুটবলে ৭৬৯তম গোল হয়েছে মেসির। পেলের স্বীকৃত গোল ছিল ৭৬৭টি। অর্থাৎ, কাল চতুর্থ গোল করে আন্তর্জাতিক ফুটবলে পুসকাস ও পেশাদার ফুটবলে পেলেকে ছাড়িয়ে গেছেন তিনি। আর পঞ্চম গোলে তো ইতিহাসই হলো।
কাল আরেকটি জায়গায় অনন্য হয়ে গেছেন মেসি। পেশাদার ফুটবলে গোল তাঁর ৭৬৯টি, সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৩৩১টি। অর্থাৎ সব মিলিয়ে ১১০০ গোলে অবদান তাঁর। প্রথম খেলোয়াড় হিসেবে ১১০০ গোলে অবদান রাখলেন মেসি। দুইয়ে থাকা নামটি বলার জন্যও কোনো কুইজে পুরস্কার মিলবে না। নামটা জানা সবার, ক্রিস্টিয়ানো রোনালদো (১০৪৫)। তবে রোনালদোর এই অবদান ১১২১ ম্যাচে। আর মেসির ক্ষেত্রে ৯৭৪ ম্যাচেই ১১০০!

মেসি ছবি: এএফপি
কীর্তিটা কতটা অবিশ্বাস্য, সেটা বোঝাতে এবার ব্যালন ডি’ অরের আলোচনায় থাকা মো সালাহকে উদাহরণ হিসেবে দেখানো যায়। ক্লাব লিভারপুল ও জাতীয় দল মিসরের হয়ে মৌসুমে সালাহ গোল করেছেন ৩৬টি, করিয়েছেন ১৩টি। অর্থাৎ, গোলে অবদান ৪৯টি। সে হিসাবে মেসির ধারেকাছে পৌঁছাতে হলে সালাহকে এমন মৌসুম কাটাতে হবে টানা ২২ বছর!
মেসির সতীর্থ নিকো গঞ্জালেস তো আর শুধু শুধু বলেননি, ‘অবিশ্বাস্য, তাঁর পায়ে চুম্বক আছে! এক একটা দিন পার হয়, তিনি আমাদের আরও চমক দেখান। তিনি আর্জেন্টাইন, এটা একটা আনন্দের ব্যাপার।’
মেসি ফুটবল খেলেন, এটা ফুটবলের জন্যই আনন্দের।
[…] […]
[…] […]