এবারের আইপিএলে সেরা হলেন কারা

গুজরাট টাইটানসের শিরোপা জয়ের মাধ্যমে দুই মাস দীর্ঘ আইপিএলের পর্দা নামল। এবার কে ছিলেন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্টের সেরা, সেটি এক নজরে দেখে নেওয়া যাক।

সর্বোচ্চ রান
জস বাটলার (রাজস্থান রয়্যালস)

১৭ ম্যাচ খেলে ৮৬৩ রান করেছেন জস বাটলার। আইপিএল জুড়ে বাটলারের গড় (৫৭.৫৩) ও স্ট্রাইক রেট (১৪৯.০৫) ছিল প্রায় অবিশ্বাস্য। স্বপ্নের মতো মৌসুমে বাটলারের ব্যাট থেকে এসেছে ৪টি সেঞ্চুরি ও ৪টি ফিফটি।

জস বাটলার

জস বাটলারআইপিএল

সর্বোচ্চ উইকেট
যুজবেন্দ্র চাহাল (রাজস্থান রয়্যালস)

১৭ ম্যাচ খেলে ২৭ উইকেট শিকার করেছেন রাজস্থান রয়্যালসের লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল। তিনিই এবারের আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারি বোলার। এ মৌসুমে চাহালের ইকোনমি রেট ছিল ৭.৭৫, গড় ১৯.৫১।

মৌসুমটা দুর্দান্ত গেল চাহালের

মৌসুমটা দুর্দান্ত গেল চাহালেরআইপিএল

আরও পড়ুন :

★★এবারের আইপিএলে সেরা হলেন কারা

★★নাটকীয় জয়ে ১৪তম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ঘরে তুললো রিয়াল মাদ্রিদ

সবচেয়ে বেশি ছক্কা

জস বাটলার (৪৫)

সবচেয়ে বেশি চার
জস বাটলার (৮৩)

সবচেয়ে বেশি ফিফটি
ডেভিড ওয়ার্নার (৫)

সবচেয়ে বেশি সেঞ্চুরি
জস বাটলার (৪)

সবচেয়ে বেশি ফিফটি ওয়ার্নারের

সবচেয়ে বেশি ফিফটি ওয়ার্নারের

দ্রুততম ফিফটি
প্যাট কামিন্স (১৪ বল)

দ্রুততম সেঞ্চুরি
রজত পাতিদার (৪৯ বল)

সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস কুইন্টন ডি ককের

সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস কুইন্টন ডি ককের

সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর
কুইন্টন ডি কক (৭০ বলে অপরাজিত ১৪০ রান)

সর্বোচ্চ স্ট্রাইক রেট
প্যাট কামিন্স (২৬২.৫০)

সেরা গড়
ডেভিড মিলার (৬৮.৭১ গড়ে ৪৮১ রান)

সূত্র : প্রথম আলো

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments