পুকুরে ডুবে মারা গেল জামালপুরের ঢাবি শিক্ষার্থী পলাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে পলাশ (২২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের ছাত্র ছিলেন। তার বাড়ি জামালপুর জেলায়।

রবিবার (২৯ মে) বেলা ১টার দিকে এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে কিছুক্ষণ লাইফ সাপোর্টে রাখার পর বেলা সোয়া ২টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে তার সহপাঠী ও রুমমেট তানজির নুর দেওয়ান জানান, তারা শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের ৩০১৪ নম্বর রুমে থাকেন। দুপুরে আরেক বন্ধুর সঙ্গে পলাশ হলের পুকুরে নামে গোসল করতে। গোসল করার সময় তারা দুজনই সাঁতরে এপার থেকে ওপার যায়। আবার এপার ফেরার সময় পানিতে ডুবে যায় সে। পরে খবর পেয়ে হলের অন্য শিক্ষার্থীরা ১০ মিনিট পানিতে চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করে। এরপর দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন : ★★মা আমি বিসিএস পরীক্ষা দিতে যাচ্ছি’, ট্রাকচাপায় নিহত পিংকীর শেষ কথা

ঢামেক হাসপাতাল জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মো. আলাউদ্দিন জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে হাসপাতালে নিয়ে এসেছেন। তাকে ওয়ান স্টপ ইয়ার্মেন্সি সেন্টারে লাইফ সাপোর্টে রাখা হয়। তবে শেষ পর্যন্ত আর তাকে বাঁচানো সম্ভব হয়নি।

শাহবাগ থানার উপপরিদশর্ক (এসআই) আরাফাত ইবনে শফিউল্লাহ জানান, ৯৯৯ এর মাধ্যমে আমরা খবর পাই হলের পুকুরে এক শিক্ষর্থী ডুবে গেছে। তবে আমরা ঘটনাস্থলের দিকে রওনা দেওয়ার পরপরই শুনতে পাই তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। মৃতদেহটি মর্গে রাখা হয়েছে।

সূত্র : ভোরের কাগজ

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
2 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
’’মোবাইলে বাবার সাথে ছেলের শেষ কথা : “বাবা আমার একটা পা উড়ে গেছে। আমাকে কলমা পড়ে সাফ করে দেন।’’ -
2 years ago

[…] […]

মোবাইলে বাবার সাথে ছেলের শেষ কথা : “বাবা আমার একটা পা উড়ে গেছে। আমাকে কলমা পড়ে সাফ করে দেন।’’ - Ajker
2 years ago

[…] […]