সুন্দরবনের পুরুষ বাঘ সঙ্গীর সন্ধানে যাচ্ছে ভারতে

বেশিরভাগ মানুষই সঙ্গীহীন জীবন পছন্দ করেন না। প্রাণীদের ক্ষেত্রেও কিন্তু একইরকম। তাই তো নারী সঙ্গীর খোঁজে সুন্দরবনের বাংলাদেশ অংশ থেকে ভারতের অংশে পাড়ি জমাচ্ছে পুরুষ বাঘ। দিন দিন এমন ঘটনা বেড়েই চলেছে।

ভারতের পশ্চিমবঙ্গ বন কর্তৃপক্ষের বরাত দিয়ে করা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমস।
পশ্চিমবঙ্গ বন কর্তৃপক্ষের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, এগুলো মূলত নারী সঙ্গীর খোঁজে আসা নিঃসঙ্গ বাঘ। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত চারটি এমন ঘটনা ঘটেছে।

আরও পড়ুন : মাত্র ১১ দিন সংসার করেই না ফেরার দেশে চলে গেলেন ক্যান্সার আক্রান্ত ফাহমিদা

পশ্চিমবঙ্গের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, সাধারণত বাঘের প্রজনন ঋতুতে সুন্দরবনের বাংলাদেশ অংশ থেকে বাঘগুলো ভারতের অংশে আসে। এই সময়টা নভেম্বর থেকে জানুয়ারির মধ্যে পড়ে। সুন্দরবনে মানুষ ও বাঘ অনেক কাছাকাছি থাকায়, অনেক সময় বাঘগুলো গ্রামেও ঢুকে পড়ে।
এছাড়া, সুন্দরবনের ভারতের অংশে বাঘের সংখ্যা বাড়ছে। বলা হচ্ছে, ২০২০-২১ এ সুন্দরবনের ভারতের অংশে বাঘের সংখ্যা ৯৬টি পাওয়া গেছে। যা ২০১৪ ও ২০১৮ সালে ছিল ৭৬ ও ৮৮টি।

গত ডিসেম্বরে সুন্দরবনের বাঘ গণনার জাতীয় শুমারি শুরু হয়েছে। এই শুমারির ফল আসলে সুন্দরবনের ভারত অংশের বাঘের সংখ্যা নিশ্চিতভাবে জানা যাবে। সূত্র : ইন্ডিয়া টাইমস।

সূত্র : ইনকিলাব

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
যুক্তরাষ্ট্রে মানুষের চেয়ে অস্ত্রের সংখ্যা বেশি - Ajker Valo Khobor
3 years ago

[…] […]