বরগুনায় দখল হয়ে যাওয়া বাবার জমি ও বাড়ি ফেরত পেতে কাফনের কাপড় পরে অনশন কর্মসূচি পালন করছেন তিন বোন। আজ বুধবার সকাল থেকে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনশনে বসেছেন তাঁরা। বাড়ি ও জমি ফিরে না পাওয়া পর্যন্ত তাঁরা অনশন চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছেন।
ওই তিন বোন হলেন রুবি আক্তার (২৭), জেসমিন আক্তার (১৮) ও মোসা. রোজিনা (১৬)। তাঁরা বরগুনার বামনা উপজেলার গোলাঘাটা গ্রামের মৃত আবদুল রশীদের মেয়ে।
রুবি আক্তার বলেন, মা-বাবা মারা যাওয়ার পর ছোট দুই বোনকে নিয়ে রুবি চট্টগ্রামে চলে যান। সেখানে তিনি পোশাক কারখানায় চাকরি করে দুই বোনকে পড়াশোনা করান। ২০১৯ সালে তাঁরা বাড়ি ফিরে দেখেন এলাকার প্রভাবশালীদের যোগসাজশে তাঁদের পৈতৃক সম্পত্তি দখল হয়ে গেছে। ওই সময় তাঁদের ওই বাড়ি থেকেও বের করে দেওয়া হয়। এর পর থেকে তাঁরা মানবেতর জীবন যাপন করছেন।
রুবি আক্তার বলেন, ‘আমার ছোট বোনেরা দূরসম্পর্কের আত্মীয়ের বাসায় থেকে পড়াশোনা করত। তিন বছর আগে আমি বাড়ি এসে দেখি বাবার সব সম্পত্তি আমার চাচারা এলাকার প্রভাবশালীদের যোগসাজশে দখল করে নিয়েছেন। তাঁরা আমাদের বলেন, নিলামে তাঁরা আমাদের জমি কিনে নিয়েছেন। পরে বামনা উপজেলা ভূমি অফিসে গিয়ে জানতে পারি, আমাদের জমির নিলাম হয়নি।’