গাভির সন্ধান দিলে এক লাখ টাকা পুরস্কার’

প্রিয় গাভি ফেরত পেতে ব্যতিক্রমধর্মী এ বিজ্ঞাপন দিয়েছেন মোহাদ্দেসছবি: সংগৃহীত

হারানো বিজ্ঞপ্তিতে ছেয়ে গেছে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বিভিন্ন হাটবাজার। গাছ থেকে দেয়াল—সব জায়গায় পোস্টার সাঁটানো হয়েছে। পোস্টারে বড় বড় হরফে লেখা হয়েছে, ‘গাভি চুরির বিজ্ঞপ্তি’।

গত ৩১ জানুয়ারি মধ্যরাতে উপজেলার মো. মোহাদ্দেসের খামার থেকে একটি গাভি হারিয়ে গেছে। প্রিয় গাভি ফেরত পেতে ব্যতিক্রমধর্মী এ বিজ্ঞাপন দিয়েছেন তিনি। গাভির সন্ধান দিতে পারলে এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন তিনি।বিজ্ঞাপনবিজ্ঞাপন

গাভির মালিক মোহাদ্দেস উপজেলার বলাকা মোড় এলাকায় আফজালুর রহমানের ছেলে। তিনি কৃষিকাজ করেন। মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেন, ১৫টি গরু নিয়ে খামার চালু করেছিলেন। তবে গত বছর করোনাকালে খামারের সব গরু বিক্রি করে তিনি কৃষিকাজে লাগিয়েছেন। পরে স্ত্রীর অনুরোধে ৩৮ হাজার টাকা দিয়ে ফ্রিজিয়ান জাতের ওই গরু কিনেছিলেন।

মোহাদ্দেস বলেন, শখের গরুটি চুরি হয়ে যাওয়ায় তাঁর স্ত্রী ও পাঁচ বছরের সন্তানের মন খারাপ। এক বছর ধরে তাঁরা গরুটি পালন করেছেন। গরুর আনুমানিক মূল্য এখন দুই লাখ টাকার বেশি। গরুটি ফেরত পেতে তিনি পুরস্কার ঘোষণা করে বিজ্ঞাপন দিয়েছেন। ব্যতিক্রমী এই পোস্টার স্থানীয় লোকজনের নজর কেড়েছে। পোস্টার নিয়ে পুরো গ্রামে আলোচনা চলছে।

বীরগঞ্জ কল্যালীহাট এলাকার সোলায়মান আলী বলেন, বলাকা মোড়ে বিদ্যুতের খুঁটিতে গরু চুরির পোস্টার দেখে তিনি অবাক হয়েছিলেন। লাখ টাকার পুরস্কারের বিষয়টি দেখে তিনি ভেবেছিলেন, কেউ মজা করে এ পোস্টার সাঁটিয়েছেন। পরে তিনি কৌতূহলবশত পোস্টারে দেওয়া নম্বরে কল দেন। এত দিন জিনিসপত্র চুরি হলে মানুষ থানায় অভিযোগ দিতেন, এখন পোস্টার ছাপিয়ে মালিক নিজেই গরু খোঁজার চেষ্টা করছেন।বিজ্ঞাপন

গরু চুরির বিষয়ে মোহাদ্দেস বীরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তবে এখনো গরুর কোনো খোঁজ মেলেনি। কিছুদিন আগেই মোহাদ্দেসের বাড়ি থেকে তাঁর স্ত্রীর স্বর্ণালংকার চুরি গেছে। এ বিষয়ে তিনি থানায় অভিযোগ করেছিলেন। তবে ওই চুরির সঙ্গে জড়িত কাউকেই এখনো ধরা যায়নি। মোহাদ্দেস বলেন, ‘আমার পেছনে কে বা কারা শত্রুতা করছে, বুঝতেছি না। আমি তো কারেও ক্ষতি করি নাই। গরুটি খুব আদরের ছিল। তাই লাখ টাকা দিয়ে হলেও গরুটি ফেরত পেতে চাই।’

জানতে চাইলে বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বলেন, গরু চুরির বিষয়ে গরুর মালিক থানায় জিডি করেছেন। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশ চেষ্টা করছে। তবে গরুর মালিক গরু চুরিসংক্রান্ত যে বিজ্ঞপ্তি দিয়েছেন, সেটা তিনি জানেন না।

সূত্র : প্রথম আলো

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments