টিকা দেওয়া গেলে এ বছরই মহামারি শেষ হবে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেছেন, করোনা মহামারি চলতি বছরই বিদায় নেবে। তবে সে ক্ষেত্রে সারা বিশ্বের ৭০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনতে হবে। গতকাল শুক্রবার দক্ষিণ আফ্রিকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আল-জাজিরার খবরে বলা হয়েছে, গেব্রেয়াসুস বলেন, এই ৭০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনতে হবে আগামী জুন থেকে জুলাইয়ের মধ্যে।

এই টিকা কর্মসূচির ওপর জোর দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। তিনি বলেন, ‘যদি ৭০ শতাংশ মানুষকে টিকাদানের লক্ষ্যমাত্রা অর্জন করা যায়, তবে সত্যি এই মহামারি বিদায় নেবে এবং এটাই আমরা প্রত্যাশা করছি। আর এই টিকা কর্মসূচি আমাদের হাতে। এটা ঠিক সুযোগ নেওয়ার বিষয় নয়। এই টিকাদান কর্মসূচির লক্ষ্যমাত্রা অর্জন করব কি না, সেটা আমাদের বেছে নেওয়ার বিষয়।’

আফ্রিজেন বায়োলজিক অ্যান্ড ভ্যাকসিনেস নামে একটি প্রতিষ্ঠান আরএনএ টিকা তৈরি করছে যুক্তরাষ্ট্রের টিকা প্রস্তুতকারক প্রতিষ্ঠান মডার্নার জিনবিন্যাস ব্যবহার করে। এই প্রতিষ্ঠান পরিদর্শনে গিয়েছিলেন তিনি। টিকা প্রসঙ্গে তিনি বলেন, ‘এই টিকার দাম কম হবে এবং কিছু সীমাবদ্ধতা সত্ত্বেও এই টিকা ভালো হবে বলে আমাদের প্রত্যাশা।’

এদিকে আফ্রিকায় তৈরি এই টিকা শেষ ধাপের পরীক্ষার জন্য প্রস্তুত হবে আগামী নভেম্বরে। ধারণা করা হচ্ছে, ২০২৪ সালে এই টিকা অনুমোদন পাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বৈশ্বিক টিকা সরবরাহের উদ্যোগ কোভ্যাক্সের সহায়তায় যে প্রতিষ্ঠানগুলো টিকা তৈরির কাজ করছে, সেগুলোর অন্যতম এই আফ্রিজেন। এই প্রতিষ্ঠানকে সহায়তা করতে আফ্রিকার ওষুধ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

সূত্র : প্রথম আলো

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments