করোনায় আরও ১০ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) করোনা সংক্রমণে ১০ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছে ২৪৩ জন। আগের দিনের তুলনায় করোনায় মৃত্যু বাড়লেও রোগী শনাক্ত ও শনাক্তের হার কমেছে।

আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। আগের দিন করোনায় ৬ জনের মৃত্যু হয়েছিল। নতুন রোগী শনাক্ত হয়েছিল ৩৬৮ জন।

সবশেষ ২৪ ঘণ্টায় মোট ১৬ হাজার ৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ১ দশমিক ৫১। আগের দিন এ হার ছিল ১ দশমিক ৮০।

গত বছর মার্চে দেশে করোনার প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট ১৫ লাখ ৬৬ হাজার ৯০৭ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে মারা গেছেন ২৭ হাজার ৮০১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩০ হাজার ৮৩ জন। সবশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৩৪ জন।বিজ্ঞাপন

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১০ জনের মধ্যে ৪ জন পুরুষ ও ৬ জন নারী। সবচেয়ে বেশি চারজনের মৃত্যু হয়েছে চট্টগ্রামে বিভাগে। এ ছাড়া ঢাকা বিভাগে তিনজন এবং বরিশাল, খুলনা ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন। রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগে কারও মৃত্যু হয়নি।

গত ২৪ ঘণ্টায় যে ১০ জন মারা গেছেন, তাঁদের মধ্যে আটজনেরই মৃত্যু হয়েছে সরকারি হাসপাতালে। দুজন মারা গেছেন বেসরকারি হাসপাতালে। বাসায় কারও মৃত্যু হয়নি।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা সংক্রমণ দেখা দেয়। কয়েক মাসের মধ্যে এ ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ।

এরপর বিভিন্ন সময় সংক্রমণ কমবেশি হয়েছে। তবে চলতি বছরের মে মাসের শেষ দিকে দেশে করোনার ডেলটা ধরনের দাপটে পরিস্থিতি খারাপ হতে থাকে। আগস্টের প্রথম দিকে দেশে করোনার গণটিকা দেওয়া শুরু হয়। এরপর সংক্রমণ ও মৃত্যু কমতে শুরু করে।

সূত্র : প্রথম আলো

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments