৪ বলে ৪ উইকেট

টি-২০ বিশ্বকাপের গত ছয় আসরে রেকর্ডটি এককভাবে দখলে রেখেছিলেন অস্ট্রেলিয়ার গ্রেট ফাস্ট বোলার ব্রেট লি। টি-২০ বিশ্বকাপে অসি ফাস্ট বোলার এতোদিন ছিলেন একমাত্র হ্যাটট্রিক ম্যান। গতকাল লি’র পাশে নাম লিখেছেন আয়ারল্যান্ডের ফাস্ট বোলার কার্টিস ক্যাম্পার। হ্যাটট্রিক করলেও অসি ফাস্ট বোলারকে পেছনে ফেলে রেকর্ড বইকে আরও সমৃদ্ধ করেছেন আইরিশ ফাস্ট বোলার। টানা ৪ বলে ৪ উইকেট নিয়ে টি-২০ ক্রিকেট বিশ্বকাপের রেকর্ড বুকে সোনালি হরফে নিজের নাম লিখেছেন। টি-২০ বিশ্বকাপে ক্যাম্ফারই প্রথম বোলার ৪ বলে ৪ উইকেট নিয়েছেন। এর আগে টি-২০ ক্রিকেটে আরও দুই বোলারের চার বলে টানা উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে। আফগনিস্তানের রশিদ খান ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে চার বলে ৪ উইকেট এবং একই সালে  শ্রীলঙ্কার ল্যাসিথ মালিঙ্গা নিউজিল্যান্ডের বিপক্ষে চার বলে চার উইকেট নিয়েছিলেন। লঙ্কাণ ফাস্ট বোলার অবশ্য ২০০৭ সালের ওয়ানডে বিশ্বকাপে টানা চার বলে চার উইকেট নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ২০০৩ সালে চামিন্দা ভাস চার বলে চার উইকেট নিয়েছিলেন বাংলাদেশের বিপক্ষে। ক্যাম্ফারের ইতিহাস গড়া ম্যাচে আয়ারল্যান্ড ৭ উইকেটে হারিয়েছে নেদারল্যান্ডসকে।

নেদারল্যান্ডস ইনিংসের দশম ওভারে রেকর্ড গড়েন ক্যাম্পার।তার করা ওভারের দ্বিতীয় বলটি ছিল লেগসাইডে। ঠিকমতো খেলতে পারেননি কলিন অ্যাকারমান। আউটের আবেদন করেন ক্যাম্ফারসহ আইরিশরা। কিন্তু আম্পায়ার রড টাকার নাকচ করে ওয়াইড দেন। পরে অবশ্য রিভিউতে আউট হন অ্যাকারমান।ক্যাম্পারের ফুলার লেন্থের দ্বিতীয় বলে লেগ বিফোর হন রায়ান ডেসক্যাট। হ্যাটট্রিক বলটিও ছিল ফুলার লেংথের। লাইন মিস করলে স্কট এডওয়ার্ডের প্যাডে আঘাত হানে। এলবির আবেদনে এবারও সাড়া দেননি আম্পায়ার। কিন্তু আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বলবার্নি রিভিউ নিয়ে সফল। হ্যাটট্রিক করেন কার্টিস ক্যাম্পার। নাম লিখেন ব্রেট লির পাশে। ওভারের পঞ্চম বলে চার নম্বর উইকেট নিয়ে পেছনে যান লিকে। কার্টিসের অফস্টাম্পের বাইরে বলটিকে খেলে আউট হন ডাচ ব্যাটসম্যান রুলফ ভান ডার মারউই। টানা চার বলে চার উইকেট নিয়ে রেকর্ড বুকে নাম লিখেন কার্টিস ক্যাম্পার।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments