বাংলাদেশি হিন্দুদের রক্ষায় সিএএ সংশোধনের আহ্বান কংগ্রেস নেতার

বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার পরিপ্রেক্ষিতে বাংলাদেশি হিন্দুদের রক্ষায় ভারতের বিতর্কিত নাগরিকত্ব সংশোধন আইন (সিএএ) সংশোধনের আহ্বান জানিয়েছেন কংগ্রেস নেতা মিলিন্দ দেওরা।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জানানো হয়, এক টুইটবার্তায় মিলিন্দ দেওরা বলেন, ‘বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতা অত্যন্ত উদ্বেগজনক। ধর্মীয় নিপীড়ন থেকে পালিয়ে আসা বাংলাদেশি হিন্দুদের রক্ষা ও পুনর্বাসনের জন্য সিএএ সংশোধন করতে হবে। বাংলাদেশি ইসলামপন্থীদের সঙ্গে ভারতের মুসলমানদের এক করে দেখার সাম্প্রদায়িক অপচেষ্টাকেও ভারতের দমন ও প্রত্যাখ্যান করতে হবে।’

ইতোমধ্যে বিজেপি জানিয়েছে, বাংলাদেশে হিন্দুদের ধর্মীয় স্বাধীনতাকে পদদলিত করা হচ্ছে এবং বিষয়টি ভারতের নাগরিকত্ব সংশোধন আইনের (সিএএ) গুরুত্বকে বাড়িয়ে তুলছে।

বিজেপির মুখপাত্র অমিত মালব্য বলেছেন, ‘বাংলাদেশে হিন্দুদের ধর্মীয় স্বাধীনতাকে যে দায়মুক্তি দিয়ে পদদলিত করা হচ্ছে, তা সিএএর মতো মানবিক আইনের গুরুত্বকে সামনে নিয়ে এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সিএএ বিরোধিতা ও নীরবতার কারণে এখন পশ্চিমবঙ্গের হিন্দুদেরও চিন্তিত হওয়া উচিত, যারা তৃণমূলের অধীনে প্রান্তিকতার সম্মুখীন হচ্ছে।’

এদিকে, বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতার কারণে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী সব জেলায় সতর্কতা জারি করেছে রাজ্য সরকার।

বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার পরিপ্রেক্ষিতে এসব জেলার সব পুলিশ প্রধানকে সতর্ক থাকতে বলা হয়েছে।

সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে আরও জানায়, এসব জেলাকে অত্যন্ত সংবেদনশীল হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং পশ্চিমবঙ্গ সরকার উৎসবের সময়ে শান্তি বজায় রাখার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।

সূত্র : ডেইলি স্টার

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments