নামে-ভারে শক্তিতে অনেক পিছিয়ে ওমান। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে নামার আগে যেন মানসিকভাবে অনেকটাই ফুরফুরে তারাই। স্কটল্যান্ডের কাছে হেরে বাংলাদেশ বিপাকে, আর পাপুয়া নিউগিনিকে উড়িয়ে ওমান হাতছানি প্রথমবারের মূল পর্বে যাওয়ার। এমন ম্যাচের আগে ওমানের ব্যাটার খাওয়ার আলি বলছেন- সব চাপ মাহমুদউল্লাহদেরই। এমনকি রান তাড়ায় বাংলাদেশের সমস্যাও চিহ্নিত করেছে তারা।
বাংলাদেশের বিপক্ষে হারলেও মূল পর্বে যাওয়ার সুযোগ থাকবে ওমানের। তবে জিতলে মোটামুটি নিশ্চিত হয়ে যাবে তা। আর বাংলাদেশ এই ম্যাচে পা হড়কালেই অনেকটাই নিশ্চিত হয়ে যাবে বিদায়। এমন বাস্তবতায় চাপটা বাংলাদেশের দিকে থাকাটাই স্বাভাবিক।
স্কটল্যান্ডের বিপক্ষে ১৪১ রানের লক্ষ্য তাড়ায় ব্যাটসম্যানদের ব্যর্থতায় খাবি খেয়েছে বাংলাদেশ। অন্যদিকে পাপুয়া নিউগিনিকে রান তাড়ায় ১০ উইকেটে হারায় ওমান। খাওয়ার মনে করছেন বাংলাদেশের দুর্বলতা টের পেয়ে গেছেন তারা, ‘আমার মনে হয় বাংলাদেশ চাপে থাকবে। কিন্তু আমরা নিজেদের খেলাতেই মনোযোগ দেব। নিজের পরিকল্পনা অনুযায়ী খেলব। আশা করছি ফল আমাদের পক্ষেই আসবে। মনে হচ্ছে রান তাড়ায় বাংলাদেশ চাপে থাকে, আমরা এটা মাথায় রাখছি।’
ওমানের বিপক্ষে আগে ব্যাট করে ১২৯ রান করে পাপুয়া নিউগিনি। ওই রান দুই ওপেনারের ব্যাটেই পেরিয়ে যায় ওমান। ওপেনার আকিব ইলিয়াস করেন ৪৩ বলে ৫০, জতিন্দর সিং করেন ৪২ বলে ৭৩ রান। সেই ক্রিকেটই আবার খেলতে চায় তারা, ‘পাপুয়া নিউগিনির বিপক্ষে যেভাবে আগ্রাসী ক্রিকেট খেলেছি, সেটাই অব্যাহত রাখব। এই জায়গায় কোন বদল আসবে না।
সূত্র : ডেইলি স্টার