চলতি বছরের দাখিল পরীক্ষা আগামী ১৪ নভেম্বর শুরু হবে। ২১ নভেম্বর পর্যন্ত এ পরীক্ষা চলবে। চলতি বছরের দাখিল পরীক্ষার্থীদের শুধু নৈর্বাচনিক বিষয়গুলোতে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রশ্ন হবে সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী। পরীক্ষা হবে দেড় ঘণ্টা। সম্প্রতি এ পরীক্ষার নম্বর বিভাজন প্রকাশ করেছে মাদরাসা শিক্ষা বোর্ড। বোর্ড থেকে কেন্দ্র সচিবদের দেওয়া এক নির্দেশনায় নম্বর বিভাজন তুলে ধরা হয়েছে।
দৈনিক শিক্ষাডটকমের পাঠকদের জন্য চলতি বছরের দাখিল পরীক্ষার নম্বর বিভাজন তুলে ধরা হলো।
সূত্র : দৈনিক শিক্ষা