টি-২০ বিশ্বকাপ: জেনে নিন খেলার ধরন

অপেক্ষার প্রহর শেষ! বাছাই পর্ব দিয়ে আজ থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। এই আসরটি ভারতের মাটিতে হওয়ার কথা থাকলেও করোনার কারণে এটি এখন ওমান ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হচ্ছে। তবে পুরো বিশ্বকাপের আয়োজক ভারতীয় ক্রিকেট বোর্ডই (বিসিসিআই) থাকছে।

টুর্নামেন্টটি দু’টি পর্বে অনুষ্ঠিত হবে। দুই গ্রুপে বিভক্ত হয়ে প্রথম পর্বে আটটি দল খেলবে।

গ্রুপ এ: শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস এবং নামিবিয়া
গ্রুপ বি: বাংলাদেশ, স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি এবং ওমান

প্রতিটি দল তার গ্রুপের প্রতিপক্ষ দলের সঙ্গে একবার করে খেলবে। আল আমেরাত, শারজাহ এবং দুবাইয়ে ১২টি ম্যাচ খেলার পর দুই গ্রুপের শীর্ষ দুই দল সুপার টুয়েলভে খেলবে। সেখানে তারা টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের শীর্ষ আটটি দলের সঙ্গে যোগ দেবে।

সুপার টুয়েলভে দলগুলো পুনরায় দুই গ্রুপে বিভক্ত হয়ে খেলবে।

গ্রুপ ১: ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, এ১ এবং বি২
গ্রুপ ২: ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, আফগানিস্তান, বি১ এবং বি২

পুনরায় প্রতিটি দল তাদের গ্রুপের প্রতিপক্ষ দলের সঙ্গে একবার করে খেলবে। এই পর্বের ৩০টি ম্যাচ শারজাহ, আবুধাবি এবং দুবাইয়ে অনুষ্ঠিত হবে। প্রতি গ্রুপের দুটি শীর্ষ দল সেমিফাইনালে খেলবে

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments