মোবাইলে স্বামীর সঙ্গে কথা বলতে বলতে ফাঁসিতে ঝুলে পড়লেন স্ত্রী

গাজীপুরে স্বামীর সঙ্গে মোবাইলে কথা বলতে বলতে ফাঁসিতে ঝুলে পড়লেন এক গার্মেন্ট কর্মী। দাম্পত্য কলহের জেরে গাজীপুর সিটি করপোরেশনের লক্ষ্মীপুরা এলাকায় এ ঘটনা ঘটে বলে প্রাথমিক ধারণা। নিহতের নাম মরিয়ম বেগম (২১)। তিনি সিরাজগঞ্জের শাহজাদপুর থানাধীন পরজোনা গ্রামের মনিরুল ইসলামের স্ত্রী। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) সৈয়দ রাফিউল করিম জানান, গাজীপুর সিটি করপোরেশনের লক্ষ্মীপুরা এলাকায় স্বামীর সঙ্গে ভাড়া বাসায় থেকে স্থানীয় নলজানী এলাকার একটি গার্মেন্টে চাকরি করতেন মরিয়ম বেগম। করোনা পরিস্থিতির কারণে তার স্বামী গার্মেন্ট কর্মী মনিরুল ইসলাম গত কয়েক মাস ধরে বেকার। সংসারের খরচ জোগাতে না পারায় কিছুদিন ধরে স্বামীর সঙ্গে মরিয়মের ঝগড়া-বিবাদ চলছিল। এর জেরে কয়েক দিন আগে স্ত্রীর সঙ্গে রাগ করে মনিরুল গ্রামের বাড়ি চলে যান। গতকাল দুপুরে মরিয়ম মোবাইল ফোনে স্বামীর সঙ্গে কথা বলছিলেন। কথা বলতে বলতে হঠাৎ ঘরের জানালার গ্রিলের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে পড়েন মরিয়ম। তার সাড়া-শব্দ না পেয়ে প্রতিবেশীরা ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে মরিয়মের লাশ দেখতে পান। খবর পেয়ে সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments