স্ত্রীর সঙ্গে ‘ঝগড়া করে’ চট্টগ্রামে সন্তান বিক্রি করে দেওয়া পিতাকে গ্রেপ্তার এবং পরে শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ।
চট্টগ্রাম নগরীতে শিশু বিক্রির এ ঘটনার পর স্ত্রীর অভিযোগ পেয়ে বুধবার সকালে চন্দনাইশ উপজেলার দোহাজারী থেকে উদ্ধার করা হয় ছয় মাস বয়েসী ওই শিশুকে। গ্রেপ্তার করা হয় শিশুর বাবা আব্বাস মিয়াকেও (২২)।
চান্দগাঁও থানার ওসি মো. মঈনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পেশায় রিকশাচালক আব্বাস স্ত্রী সন্তান নিয়ে চান্দগাঁও সিঅ্যান্ডবি মোড় এলাকায় থাকতেন। কয়েক দিন ধরে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চলছিল।
“মঙ্গলবার সকালে আব্বাস তার স্ত্রীর অজান্তে ছয় মাস বয়েসী তাদের শিশু সন্তানকে বাসা থেকে নিয়ে যায়। পরে দোহাজারী এলাকায় এক দম্পতির কাছে ৫০ হাজার টাকায় বিক্রি করে দেন।”
তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যায় আব্বাসের স্ত্রী সালমা থানায় এসে স্বামীর বিরুদ্ধে সন্তান চুরির অভিযোগ করেন।
“এরপর রাতেই অভিযান শুরুর পর বুধবার সকালে দোহাজারী এলাকা থেকে আব্বাসকে গ্রেপ্তার করে তার সন্তানকে উদ্ধার করা হয়,” যোগ করেন ওসি।
আব্বাসকে তার স্ত্রীর করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান তিনি
সূত্র : বিডিনিউজ২৪.কম