কুয়াকাটার হোটেল-মোটেলের মালিকেরা বলেছেন, পর্যটন নগরী হওয়া সত্ত্বেও কুয়াকাটায় প্রতিদিন ১০–১২ বার বিদ্যুৎ–বিভ্রাট হয়। ২৪ ঘণ্টার মধ্যে ১০ ঘণ্টাও বিদ্যুৎ থাকে না। এ কারণে পর্যটকেরা অতিষ্ঠ হয়ে কুয়াকাটায় ভ্রমণে আগ্রহ হারাচ্ছেন। এর ফলে হোটেল ব্যবসায়ীসহ পর্যটন খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কুয়াকাটার হোটেল-মোটেলের মালিকেরা। পর্যটন নগরী কুয়াকাটায় সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহের দাবিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশন, রোটারি ক্লাব অব কুয়াকাটা বিচ ও কুয়াকাটা ক্লাব লিমিটেড।