চট্টগ্রামে মোট জনসংখ্যার মধ্যে সিটি করপোরেশনের আওতাভুক্ত রয়েছে ৩৫ লাখ ৯৭৭ জন। বিভিন্ন উপজেলায় রয়েছেন ৬০ লাখ ৪৫ হাজার ৬২৮ জন। এই জনসংখ্যার মধ্যে টিকার জন্য নিবন্ধন করেছেন ৪০ লাখ ৫৯ হাজার ২১৫ জন। নিবন্ধনের ২৮ শতাংশ উভয় ডোজ ও ৪৮ শতাংশ প্রথম ডোজ পেয়েছেন।
চট্টগ্রামে বর্তমানে টিকার মজুত রয়েছে সাড়ে ৪ লাখ ডোজের মতো। এর বেশির ভাগই সিনোফার্মের। এ ছাড়া গত সোমবার মধ্যরাতে চট্টগ্রামে প্রথমবারের মতো ১৬ হাজার ৩৮০ ডোজ ফাইজারের টিকা এসে পৌঁছেছে। আগামী শনিবার থেকে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের হাসপাতালে ফাইজারের টিকাদান শুরু হবে। এর আগে চট্টগ্রামে অ্যাস্ট্রেজেনেকা ও মডার্না টিকাও আসে।
নগরের ১০টি কেন্দ্রে টিকাদান অব্যাহত রয়েছে। এ ছাড়া সম্মিলিত সামরিক হাসপাতালেও টিকা দেওয়া হচ্ছে। জেলার ১৪টি উপজেলায় টিকা দেওয়া হচ্ছে মূলত উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে।