ক্লাব কাপ হকির গ্রুপ পর্বের ম্যাচে মারামারি করে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের স্ট্রাইকার রাসেল মাহমুদ জিমি। পাশাপাশি তাকে পঞ্চাশ হাজার টাকা আর্থিক জরিমানাও করা হয়ে। আগামী ১৪ অক্টোবর সেমিফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচে রাসেল মাহমুদকে ছাড়াই মাঠে নামতে হবে মোহামেডানকে। সেমিফাইনালে মোহামেডান মুখোমুখি হতে পারে মেরিনার ইয়াংস ক্লাব অথবা সোনালী ব্যাংকের।
আজ সন্ধ্যায় হকি ফেডারেশনের টুর্নামেন্ট কমিটির সভায় রাসেল মাহমুদের শাস্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া মোহামেডানের বিপক্ষে পুরো ম্যাচ না খেলায় পুলিশকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।