অন্যদিকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ। সব মিলিয়ে কলকাতার সঙ্গে শাহরুখের অন্য রকম একটা সম্পর্ক। অথচ তাঁর ছেলে আরিয়ান খানের গ্রেপ্তার নিয়ে মমতা নিশ্চুপ।
ওই মন্তব্যের পর তৃণমূল কংগ্রেস নেতা ও রাজ্য তৃণমূলের মুখপাত্র তাপস রায় বলেছেন, ‘অধীর চৌধুরী বোকার মতো কথা বলছেন। এটা শাহরুখ খানের ব্যক্তিগত সমস্যা। এর সঙ্গে কোনো রাজনীতি নেই। এ জন্য কেন আমাদের নেত্রীর (মমতা) মুখ খুলতে হবে?’
তাপস রায় আরও বলেন, কংগ্রেসের নেতারাও আগে এ ধরনের সংকটে পড়েছিলেন, তখন কি অন্য কংগ্রেস নেতারা মুখ খুলেছিলেন?