ভারতের জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি নেত্রী মেহবুবা মুফতির ভাষ্য, বলিউড তারকা শাহরুখপুত্র আরিয়ানের নামের সঙ্গে ‘খান’ উপাধি থাকার কারণেই তিনি ভারতের কেন্দ্রীয় সংস্থাগুলোর লক্ষ্যবস্তু হয়েছেন। ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে এই তথ্য জানায়।
গতকাল সোমবার মেহবুবা তাঁর টুইটারে এই মন্তব্য করেন। আরিয়ানের বিরুদ্ধে হওয়া মাদক মামলা নিয়ে টুইটারে এমন মন্তব্য করায় মেহবুবার বিরুদ্ধে দিল্লি পুলিশের কাছে অভিযোগ করেছেন এক আইনজীবী। টাইমস অব ইন্ডিয়া অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
আরিয়ানের প্রসঙ্গে তুলে মেহবুবা তাঁর টুইটে দাবি করেন, বিজেপির মূল ভোট ব্যাংককে খুশি করার জন্যই ভারতে মুসলমানদের লক্ষ্যবস্তু করা হচ্ছে।