জয়ের জন্য শেষ ওভারে দরকার ১৩ রান। উইকেটে মঈন আলী ও মহেন্দ্র সিং ধোনি। টম কুরান প্রথম বলে মঈনকে তুলে নিয়ে হ্যাটট্রিকের হাতছানি পেলেও পরের বলে চার মারেন ধোনি। লক্ষ্য নেমে আসে ৪ বলে ৯ রানে। ধোনি হতাশ করেননি।
কুরানের পরের বলেও চার মেরে আরও সহজ করে ফেলেন লক্ষ্য, ৩ বলে ৫। এই চাপ নিতে পারেননি কুরান। পরের বল ওয়াইড। লক্ষ্য আরেকটু সহজ ৩ বলে ৪। ধোনির সহ্য হয়নি। টানা তিন বলে তিন চার মেরে চেন্নাইকে আইপিএলের ফাইনালে তুললেন অধিনায়ক। দুবাইয়ে আজ কোয়ালিফায়ারে দিল্লিকে ৪ উইকেটে হারিয়েছে চেন্নাই।