সওজ সূত্রে জানা যায়, তিন বছর আগে নির্মাণকাজ উদ্বোধনের পরই রেলগেট এলাকা থেকে স্থাপনা উচ্ছেদে রেল বিভাগকে চিঠি দেওয়া হয়। কিন্তু দুই বিভাগের দাপ্তরিক কাজের দীর্ঘসূত্রতার কারণে প্রায় তিন বছরেও রেলগেট এলাকা থেকে স্থাপনা উচ্ছেদ করা হয়নি।
সূত্রটি আরও জানায়, উচ্ছেদ প্রক্রিয়া শুরু হতে আরও সময় লাগবে। এদিকে ঠিকাদারের কাজের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। তাই কাজের সময় বাড়িয়ে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে।
গাইবান্ধা সওজের নির্বাহী প্রকৌশলী ফিরোজ আখতার প্রথম আলোকে বলেন, স্থাপনা উচ্ছেদ হওয়ার পর রেলগেট এলাকায় সড়কটি প্রশস্ত করা হবে।