এ কেমন খেলা খেলছ তুমি আমার সাথে
এই কখনো মিষ্টি হেসে, হিয়ার মাঝে বরণ করো
আবার কোনো কারণ ছাড়াই, রুদ্র মূর্তি ধারণ করো
গ্রীষ্মের তীব্র তাপে, আমায় যখন পুড়িয়ে মারো
আবার তখন বর্ষার, ঠান্ডা জলে সিক্ত করো।
তোমায় আমি বুঝিনাকো কোনো মতে
এ কেমন খেলা খেলছ তুমি আমার সাথে?
এ কেমন খেলা খেলছ তুমি আমার সাথে
এই কখনো বন্ধু হয়ে, সোনার আলোয় জীবন ভরো
আবার অনেক কষ্ট দিয়ে, তীব্র বিষে নীল করো
কালবৈশাখী ঝড় তুলে, সাজানো ঘর ধ্বংস করো
আবার পরম ভালোবাসায়, স্বপ্ন সুখের নীড় গড়ো
তোমায় আমি বুঝিনাকো কোনো মতে
এ কেমন খেলা খেলছ তুমি আমার সাথে?
এ কেমন খেলা খেলছ তুমি আমার সাথে
এই কখনো ভেজা ঠোঁটে, গভীর চুমায় অবশ করো
আবার তুমি ধারালো দাঁতে ক্ষতবিক্ষত করো
আমি তীব্র কষ্ট পাই, এমন অনেক কাণ্ড করো
বিষণ্নতায় ভুগি যখন, প্রসন্নতার ছাতা ধরো
তোমায় আমি বুঝিনাকো কোনো মতে
এ কেমন খেলা খেলছ তুমি আমার সাথে?
