রাজধানীর গাবতলীর তুরাগ নদে যাত্রীবাহী নৌকাডুবির ঘটনায় মারা যাওয়া পাঁচজনের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে সাভার উপজেলা প্রশাসন। গতকাল শনিবার সন্ধ্যায় প্রতি পরিবারকে ২০ হাজার টাকা করে দেওয়া হয়।
এদিকে আজ রোববার সকালে দ্বিতীয় দিনের মতো উদ্ধার তৎপরতা শুরু হয়। পরে বেলা দেড়টার দিকে উদ্ধারকাজ সমাপ্ত ঘোষণা করা হয়। তবে এখনো নিখোঁজ দুজন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিটিএ) সহকারী পরিচালক শেখ রবিউল ইসলাম বলেন, উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে। তবে ঘটনাস্থল থেকে ২ থেকে ৩ কিলোমিটার পর্যন্ত নিখোঁজ মা-মেয়ের সন্ধানে টহল অব্যহত থাকবে।
সাভার উপজেলা কার্যালয় ও আমিনবাজার নৌ–থানা সূত্রে জানা যায়, জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচটি পরিবারকে অর্থসহায়তা দেওয়া হয়েছে। এদিকে আজ সকাল সাড়ে আটটা থেকে দ্বিতীয় দিনের মতো উদ্ধার তৎপরতা শুরু করেছে ফায়ার সার্ভিস, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), নৌবাহিনী ও কোস্টগার্ডের ডুবুরি দল। সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার গজারিয়া গ্রামের মো. সফিকুলের স্ত্রী রুপায়ন (৩০) ও তাঁর মেয়ে জেসমিন (২) এখনো নিখোঁজ।