অভিযুক্ত মিম্মুর ও সোপান ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। জানতে চাইলে মারধরের অভিযোগ অস্বীকার করেন মিম্মুর সালিম ওরফে পরাগ। তিনি প্রথম আলোকে বলেন, ‘খালেদ ও আরাফাত আমাদের সহপাঠী বন্ধু। জহুরুল হক হলের পুকুরপাড়ে তাঁরা সিগারেট ধরিয়েছিলেন। তখন সেখানে আমাদের কিছু বড় ভাই গোসল করছিলেন। তাই তাঁদের সেখানে সিগারেট খেতে নিষেধ করি। আমরা তাঁদের কোনো মারধর করিনি।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী বলেন, ঘটনাটি তাঁরা অবহিত হয়েছেন। হল কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে।