ক্লিনফিড বাস্তবায়নে সব জেলা প্রশাসককে নির্দেশনা দেওয়া আছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, তাঁরা মোবাইল কোর্ট পরিচালনা করছেন, জেল–জরিমানা করছেন। কোথাও আইনের ব্যত্যয় হলে তৎক্ষণাৎ আইনের আওতায় আনা হচ্ছে।
এদিকে আজ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২১ উপলক্ষে বিকেলে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেন তথ্য প্রতিমন্ত্রী। তিনি বলেন, অসম বিশ্বে মানবসম্পদ উন্নয়নের জন্য মানসিক স্বাস্থ্য অপরিহার্য। বর্তমান বিশ্বের জন্য বড় সমস্যা হচ্ছে মানসিক স্বাস্থ্য। তাই মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলতে হবে, ভাবতে হবে, বুঝতে হবে, বুঝাতে হবে।