ময়মনসিংহের ফুলপুরে চলন্ত বাস-ট্রাকের পাশাপাশি সংঘর্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) এক শিক্ষকের ডান হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। আহত শিক্ষকের নাম হাসান মোহাম্মদ মুর্শেদ (৩৫)।
তিনি বাকৃবির পশুপালন অনুষদের পশুবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও শেরপুর জেলা শহরের চকপাঠক এলাকার বাসিন্দা।
বর্তমানে হাসান মোহাম্মদ মুর্শেদ রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। গত বৃহস্পতিবার রাতে ফুলপুর উপজেলার বাশাটি এলাকায় শেরপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন আবদুল্লাহ আল নোমান জানান, হাসপাতালে আনার সময় শিক্ষকের হাত বিচ্ছিন্ন ছিল। তাৎক্ষনিক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে ময়মনসিংহে স্থানান্তর করা হয়।