জাপার বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দলের শীর্ষ নেতৃত্ব দলের সাংসদ শামীম হায়দার পাটোয়ারীকে মহাসচিব করতে চেয়েছিলেন। কিন্তু এর বিরুদ্ধে জ্যেষ্ঠ নেতাদের দু-একজন ছাড়া সবাই একজোট হয়ে যাওয়ায় এ চিন্তা বাদ দেওয়া হয়েছে। এখন জ্যেষ্ঠ নেতাদের মধ্যে কো–চেয়ারম্যান মুজিবুল হক আর তরুণদের মধ্যে দলের প্রসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়ার নাম আলোচনায় আছে। এর মধ্যে মুজিবুল হক গতকাল বৃহস্পতিবার বিকেলে দলের চেয়ারম্যান জি এম কাদেরের সঙ্গে তাঁর বনানীর কার্যালয়ে গিয়ে সাক্ষাৎ করেছেন।
মুজিবুল হক প্রথম আলোকে বলেন, ‘আমাদের গঠনতন্ত্রে চেয়ারম্যানের ক্ষমতা আছে যে কাউকে নিয়োগ দেওয়ার। দলের স্বার্থে তিনি যাঁকে নিয়োগ দেবেন, আমরা তাঁকে মেনে নেব। তবে আমি চেয়ারম্যানকে বলেছি, এমন একজনকে দায়িত্ব দেন, যা সবার কাছে গ্রহণযোগ্য হয়।’