রংপুর মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে দুদকের মামলা

আজ বুধবার সকালে দুদকের বিশেষ সরকারি কৌঁসুলি এ কে এম হারুন-উর রশিদ মামলার বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, রংপুর মেডিকেল কলেজে ২০১২-১৩ অর্থবছরে পাঁচটি ডেন্টাল চেয়ার কেনার প্রক্রিয়ায় কোনো ব্যাংক গ্যারান্টি (পারফরমেন্স সিকিউরিটি) নেওয়া হয়নি। এ ছাড়া এসব চেয়ার কেনায় বাজারদর যাচাই না করে দরপত্র ওপেনিং কমিটি ও কারিগরি মূল্যায়ন কমিটি গঠনে ২০০৮ সালের ক্রয়বিধি লঙ্ঘন করে ২ কোটি ৮২ লাখ টাকার সরঞ্জামাদি কেনা হয়। মামলার উদ্ধৃতি দিয়ে তিনি জানান, আবদুর রউফ ওই মেডিকেল কলেজের অধ্যক্ষ থাকাকালে এসব চেয়ার ক্রয় করা হয়। তখন ডেন্টাল বিভাগের জন্য কেনা পাঁচটি চেয়ার ও সরঞ্জামাদির দাম বেশি দেখিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান ও অধ্যক্ষ যোগসাজশে ১ কোটি ৭৪ লাখ ৯২ হাজার ৫০০ টাকা আত্মসাৎ করেন। দীর্ঘ অনুসন্ধানে অনিয়ম-দুর্নীতির বিষয়টি স্পষ্ট হওয়ায় মামলা করেছে দুদক।

এ ব্যাপারে জানতে অভিযুক্ত রংপুর মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ আবদুর রউফের মুঠোফোন নম্বরে যোগাযোগ করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।

Source link

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments